সুফিয়ান মুকিমের পক্ষে যা যা সম্ভব, তিনি তাঁর সবটাই করলেন, যেমনটা আগেও করেছেন, বারবার করেন। কিন্তু, ভাগ্যের চিঁড়ে ভিজে না। নামটা হয়তো এখনো ক্রিকেটবিশ্বে ততটা আলোড়ন তোলেনি, কিন্তু পরিসংখ্যান বলছে, এই ছেলেটা সুযোগ পেলেই পারফরম করে।
সমস্যা একটাই — সুযোগটা আর তেমন আসছে না! আরও স্পষ্ট করে বললে, পাকিস্তানর টিম ম্যানেজমেন্ট তাঁকে ধারাবাহিক সুযোগ দিতে নারাজ। ১০ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, দ্বিতীয় ওয়ানডেতে তিনি বল হাতে দলের সেরা পারফরমার। এর আগে একটা টি-টোয়েন্টি খেলেও নিউজিল্যান্ডের মাটিতে একইরকম ত্রাস ছড়ান!

কিন্তু, ওয়ানডে বা টি-টোয়েন্টি – কোনোটাতেই তিনি নিয়মিত নন। দুই ওয়ানডেতে উইকেট পেয়েছেন ছয়টি। দক্ষিণ আফ্রিকায় অভিষেকেই নিয়েছিলেন চার উইকেট। নিউজিল্যান্ডে এবার নিলেন দুই উইকেট।
টি-টোয়েন্টিতে ১০ ম্যাচে ১৮ উইকেট! সংখ্যাগুলো বলে, ব্যাটসম্যানদের জন্য এই বাঁ-হাতি স্পিনার এক ভয়ঙ্কর অস্ত্র। কিন্তু, এত ভয় ছড়াতে চাওয়ার মানসিকতা নেই পাকিস্তান দলের। যে দল আসলে ব্যাটই হাতে নিতে জানে না, তাঁরা ভাল বোলার দিয়ে করবে আর কি! সুফিয়ান মুকিমদের জন্য তাই বারবার হতাশাই হয় সঙ্গী।











