ছক্কার পর ‘নো বল’ কাণ্ড। আইপিএলে দেখা মিলল নতুন স্ক্যামের। গর্জে উঠা গ্যালারি আর সেই পুরনো চেনা মহেন্দ্র সিং ধোনির দেখা মিলল! কিন্তু শেষ হাসিটা হাসলেন না ‘থালা’।
কারণ শেষ ওভারের আগে ঘটে গেল এমন এক ঘটনা, যেটা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ধোনি ছক্কা মারলেন, বলটা বুক বরাবর, স্ক্রিনে ভেসে উঠল — ছক্কা। কিন্তু পরক্ষণেই ডিআরএস রিভিউ – আর নাটক শুরু।
নিউজিল্যান্ডের লোকি ফার্গুসনের ফুলটস কি তবে নো বল ছিল? ট্র্যাকিং বলছে—বলটি মাটি থেকে ০.৯৮ মিটার উঁচুতে ছিল। আর ধোনির কোমরের উচ্চতা? ১.০১ মিটার। মাত্র ৩ সেন্টিমিটারের ব্যবধানে বদলে গেল গল্প। নো বলের সম্ভাবনা উড়ে গেল হাওয়ায়। ম্যাচের গতিপথ ঘুরে গেল এক লহমায়।
ধোনিভক্তদের বিস্ফোরণের সূত্রপাত সেখান থেকেই। কেউ কেউ বলছেন, পরিস্কার নো বল! কেউ বলছেন, ধোনির কোমর কি এবার আইপিএল কনস্পিরেসির শিকার?
ধোনির শেষ মুহূর্তের ক্যামিও দেখে অনেকেই বিশ্বাস করেছিলেন— আবার হবে মিরাকল। কিন্তু নো বল বিতর্ক সেই স্বপ্নেই জল ঢেলে দিল। ১২ বলে ২৭ করেন ধোনি। ১৮ রানে হারে চেন্নাই। ধোনির দলের এটা টানা চতুর্থ হার। স্যোশাল মিডিয়ায় কে যেন বললেন, ‘আইপিএল কি তবে শুধু খেলা নয়, একেকটা স্ক্রিপ্টেড নাটক?’