কাঠগড়ায় কোহলির স্ট্রাইক রেট

রাজার মুকুট যার মাথায়, সিংহাসনের কাঁটাও সঙ্গী তাঁর। চলতি  আইপিএলে অরেঞ্জ ক্যাপের দাবিদার হয়েও সমালোচনা শুনতে হয়েছে বিরাট কোহলিকে।

রাজার মুকুট যার মাথায়, সিংহাসনের কাঁটাও সঙ্গী তাঁর। চলতি  আইপিএলে অরেঞ্জ ক্যাপের দাবিদার হয়েও সমালোচনা শুনতে হয়েছে বিরাট কোহলিকে। ব্যাট হাতে প্রচুর রান করছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হয়ে জয়ে অবদান রাখছেন। নিজের কাজে শতভাগ সফল কোহলি।

তবে কিছুতেই যেন সমালোচকদের সন্তুষ্ট করতে পারছেন না তিনি।  সম্প্রতি তেমনই এক টুইট করেন হার্শা ভোগলে। বিরাট কোহলিকে দেওয়া সেই খোচা নিতে পারেননি সমর্থকরা। তাঁদের লক্ষ্য তাই এখন হার্শা ভোগলে।

দিল্লীর তুলনামূলক স্লো উইকেটে কুর্নাল পান্ডিয়াকে সঙ্গী করে বিরাট কোহলির করা ১১৯ রানের জুটিতে ম্যাচ জিতে আরসিবি। কোহলি হাফ সেঞ্চুরি করলেও স্ট্রাইক রেট ছিল ১০৮, আর এখান থেকেই সকল সমালোচনার সূচনা।

এক ম্যাচ দিয়ে অবশ্য, পুরো আসরটা বোঝা যাবে না। পুরো আসরে প্রায় সাড়ে চারশ রান করেছেন ১৪০ স্ট্রাইক রেটে। তারপরও দলকে একের পর এক জয় উপহার দিয়েও সমালোচক দের মুখ বন্ধ করতে ব্যর্থ হচ্ছেন বিরাট।

এক টুইট বার্তায় ভোগলে লিখেন, ‘বিরাট কোহলির ব্যাটিং ১৬০-১৮০ রান তাঁড়া করতে উপযোগী। সাক্ষাৎকার দেখে সেটাই বুঝেছি। কিন্তু, ২০০-২১০ রান তাড়া করতে গিয়ে তিনি কি অ্যাপ্রোচে ব্যাটিং করেন, সেটা বোঝা দরকার।’

হার্শা ভোগলে যে সূক্ষ্ম একটা খোঁচা দিয়েছেন, সেটা বলে না দিলেও চলে। বিরাটের ভক্তরাও তাঁকে ছাড়তে দেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই হার্শা পড়েছেন মহা বিপদে।

এসব সমালোচনার জবাব অবশ্য কোহলি অনেক আগেই দিয়ে রেখেছেন। বিভিন্ন সময়ে গণমাধ্যমে কোহলি নিজের স্ট্রাইক নিয়ে যুক্তি দিয়েছেন। এর চেয়েও বড় ব্যাপার হল, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁর জন্য একটা ভূমিকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেই ভূমিকাতে তিনি নিয়মিত সাফল্য পাচ্ছেন।

Share via
Copy link