ক্রিকেট মাঠে হ্যাটট্রিক মানেই বোলারের জন্য বিশেষ কিছু। আর সেই হ্যাটট্রিক যদি হয় গ্যালারিতে বসে থাকা দুই বিশেষ মানুষের সামনে—তাহলে তো সেটি হয় সবচেয়ে স্মরণীয় মুহূর্ত! ঠিক এমনই এক সিনেমার মতো কাহিনির জন্ম দিলেন ভারতের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। যা আইপিএল ইতিহাসেরই বিরল ঘটনা।
সম্প্রতি একটি ভাইরাল মিমে দেখা যায়, ২০২২ এবং ২০২৫ সালে দুটি আলাদা ম্যাচে চাহাল হ্যাটট্রিক করার পর গ্যালারিতে উল্লাস করছেন দুই ভিন্ন নারী। দুজনই চাহালের বিশেষ মানুষ ছিলেন। একজন প্রাক্তন স্ত্রী অন্যজন বর্তমান প্রেমিকা।
মিমটি শেয়ার হতেই সামাজিক মাধ্যমে হাসির রোল পড়ে গেছে। অনেকে মন্তব্য করছেন , “চাহাল শুধু ব্যাটারদের নয়, প্রেমিকার মনও স্পিন করাতে জানেন!” আবার কেউ বলছেন, “চাহাল প্রেমে আর ক্রিকেটে সমান সফল!”
তবে এসব মজার গল্পের বাইরে গিয়ে খেলার প্রসঙ্গে ফিরলে দেখা যায়, চাহালের ফর্ম দারুণ। ভারতের হয়ে দীর্ঘদিন জাতীয় দলে খেলা এই লেগস্পিনার এখনও নিজের যোগ্যতা প্রমাণ করছেন মাঠে। আইপিএলে ১০ ম্যাচেই ইতিমধ্যে নিয়েছেন ১৩ উইকেট। দুই ম্যাচে আবার শিকার করেছেন চারটি করে উইকেট, আছে চেন্নাইয়ের বিপক্ষে একটি হ্যাটট্রিকও।
তাঁর দারুণ পারফরম্যান্সে দল পাঞ্জাব কিংসও পাচ্ছে সাফল্য। গুগলি, ফ্লিপার আর লেগ স্পিনে যেন ব্যাটসম্যানদের নাচিয়ে ছাড়ছেন তিনি।
ক্রিকেট মাঠে নতুন সব রেকর্ড যেমন উঠে আসে পরিসংখ্যানে, তেমনি হাস্যকর মুহূর্তগুলোও জায়গা করে নেয় স্মৃতির খাতায়। আর চাহাল জয়েন দুই জায়গাতেই সিদ্ধহস্ত? মজা অথবা পারফরম্যান্স—সবখানেই যেন তার রাজত্ব।