কেন ছয় কোটি পান, দেখালেন মুস্তাফিজ

চার ওভার বোলিং করেছেন, তাতে মাত্র ১৭ রান ‍দিয়ে নিলেন দু’টি উইকেট। না, মুস্তাফিজ ফিরে যাননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাওয়ার আগের রাতেই জানিয়ে দিলেন, দিল্লী ক্যাপিটালস ভুল জায়গায় ছয় কোটি রুপি খরচ করেনি।

একদিন বাদেই তিনি দিল্লী ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন, এর আগে মুস্তাফিজুর রহমান বুঝিয়ে দিলেন – কেন আন্তর্জাতিক ময়দানে তিনি এখনও প্রাসঙ্গিক। দলের বাকি বোলাররা যেখানে রানের মহোৎসব রচনা করছেন, সেখানে মুস্তাফিজুর রহমান শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ছিলেন দারুণ মিতব্যয়ী।

আর তার সাথে চিরচেনা ডেথ বোলিং তো আছেই। আরব আমিরাত রান রেটের সাথে পাল্লা দিচ্ছিল। জয়টা চোখের সামনেই ছিল। শেষ তিন ওভারে জিততে দরকার মাত্র ৩৮ রান, হাতে ছয়টি উইকেট। আসিফ খান যেভাবে ব্যাট করছিলেন, সেটাতে সেই রান তোলা খুবই সম্ভব ছিল।

১৮ তম ওভারে এসে মুস্তাফিজ পরিকল্পনা করলেন ভিন্ন। রান দিলেন মাত্র তিনটি। সাথে একটা উইকেট। সেই চাপেই পরের ওভারে ফিরে গেলেন আসিফ খান। মুস্তাফিজের একটা ওভারেই ঘুরে গেল ম্যাচ।

একই রকম বোলিং করেন ১৬ তম ওভারেও। সেখানেও, মাত্র চারটি রান দেয়। আসিফ খান টানা তিনটা ডট বল খেলতে বাধ্য হন। এই চাপেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

চার ওভার বোলিং করেছেন, তাতে মাত্র ১৭ রান ‍দিয়ে নিলেন দু’টি উইকেট। না, মুস্তাফিজ ফিরে যাননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাওয়ার আগের রাতেই জানিয়ে দিলেন, দিল্লী ক্যাপিটালস ভুল জায়গায় ছয় কোটি রুপি খরচ করেনি।

Share via
Copy link