করোনার কারণে গত বছর স্থগিত হয়ে যাওয়া দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা রয়েছে ৩১ মে থেকে। কিন্তু এবার ডিপিএল শুরু হওয়ার আগেই করোনা আঘাত হেনেছে। করোনায় আক্রান্ত হয়েছেন সাত জন ক্রিকেটার ও দুই জন কর্মকর্তা।
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে দুই দফা করোনা টেস্টে নেগেটিভ হয়ে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতো ক্লাব গুলোর ক্রিকেটার, কোচিং প্যানেলের সদস্য ও সাপোর্ট স্টাফারের সদস্যরা। গতকাল প্রথম দফার করোনা টেস্ট করা হয় ১২ টি ক্লাবের কোচিং প্যানেলের সদস্য, সাপোর্ট স্টাফারের সদস্য ও ২৬৯ জন ক্রিকেটারকে।
আর গতকাল প্রথম দফার করোনা টেস্টে পজেটিভ হয়েছেন তারা। তবে করোনায় আক্রান্তদের নাম এখনো প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। পজেটিভ হওয়া নয় জনকে আজ আবার করোনা টেস্ট করা হবে বলে জানিয়েছে মেডিকেল বিভাগ।
দুই দফায় যারা নেগেটিভ হবে তাদের চারটি হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে। হোটেল গুলো হলো আমারি, ওয়েস্টিন, ফোর পয়েন্টস বাই শেরাটন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল। আন্তর্জাতিক সিরিজ গুলোর মতোই জৈব সুরক্ষা বলয় তৈরি করা হবে তাদের জন্য।
গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর। কিন্তু এনসিএলের প্রথম রাউন্ড ভালো ভাবে শেষ হলেও দ্বিতীয় রাউন্ড শুরুর আগে করোনায় আক্রান্ত হয়ে ছিলেন নয় জন ক্রিকেটার। এরপর বাধ্য হয়েই এনসিএল স্থগিত করে বিসিবি। তাই ডিপিএল নিয়ে শুরু থেকেই সতর্ক আয়োজকরা।
গত বছর মাত্র এক রাউন্ড মাঠে গড়ানোর পর করোনার কারণে স্থগিত হয়ে যায় ডিপিএল। ডিপিএল স্থগিত হওয়ার মধ্য দিয়ে বন্ধ হয়ে যায় দেশের সব ধরণের ক্রিকেট। এরপর বিসিবি দুটি ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে ক্রিকেট মাঠে ফেরালেও ডিপিএল আয়োজন করতে পারেনি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে ওয়ানডের পরিবর্তে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এছাড়া গত বছর হওয়া লিগের প্রথম রাউন্ড বাতিল করা হয়েছে। তবে প্রথম রাউন্ড বাতিল এবং ফরম্যাট পরিবর্তন হলেও আগের স্কোয়াড নিয়েই মাঠে নামবে দল গুলো।
বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন শ্রীলঙ্কার বোলিং কোচ চামিন্দা ভাস এবং স্কোয়াডের সদস্য ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। পরে অবশ্য তাঁরা নেগেটিভ হন।