হেনরিখ ক্লাসেনের শেষ ছয় ওয়ানডে ইনিংসের গড় ছিল প্রায় ৭০। এমনকি শেষ ছয় ইনিংসের পাঁচটিতেই তিনি করেছিলেন হাফসেঞ্চুরি। ফর্মের তুঙ্গে ছিলেন তিনি। তবুও বেশ আগেভাগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এই হার্ডহিটার ব্যাটার।
হুট করেই অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন হেনরিখ ক্লাসেন। কোন প্রকার জলঘোলা না করেই, বেশ নিরব ভঙ্গিমায় নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। এমন নয় যে একটি ফরম্যাট ছেড়েছেন তিনি। বরং তিন ফরম্যাটের আন্তর্জাতিক অঙ্গনে তার পদচারণাকে স্থবির করে দিলেন ডানহাতি এই ব্যাটার।
ফর্মের শিখরে থেকে এমন সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। এমনকি বিশ্বের চতুর্থ সেরা ওয়ানডে ব্যাটার হিসেবে বিচরণ করছিলেন তিনি। অতএব বেশ সাহসী এক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কোন অভিমান কি জমেছে তার হৃদয়ে, নাকি স্রেফ তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এটি?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তিনি। এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ৪৮৭ রান নিতে সক্ষম হয়েছিলেন ক্লাসেন। অতএব বয়সের ভারে নুইয়ে পড়ার ছিটেফোঁটাও ছিল না তার খেলাতে। বয়সও তো খুব বেশি হয়নি। মোটে ৩৩ বছর।
নিদেনপক্ষে আরও বছর পাঁচেক তিনি সার্ভিস দিতে পারতেন প্রোটিয়া ক্রিকেটকে। কিন্তু তিনি নায়কের বেশেই বিদায় নিতে চাইলেন। হয় বীরের বেশে মরবে, নয়তো নিজেকে খলনায়ক হতে দেখার জন্য বেঁচে থাকবে। হেনরিখ ক্লাসেন বীরের মত বিদায়ের পথটাকেই আপন করে নিলেন। সমালোচনার খড়গ নেমে আসার আগেই গুটিয়ে নিলেন নিজেকে।
এতটুকু সাহস ক’জনই বা দেখাতে পারে! স্রেফ সততা থেকেই সময়ের আগে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তাছাড়া অর্থকড়ির অভাব নিশ্চয়ই হবে না তার। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের হটকেক তিনি। দিব্যি তাকে দলে নিয়ে নেবে কেউ না কেউ, তাও আবার চড়া মূল্যে।