আলোনসোর টেবিলে ভিনির ভবিষ্যৎ

নতুন মৌসুম শুরুর আগেই ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কঠোর অবস্থান নিচ্ছেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো। মাঠে প্রতিভার ঝলক থাকলেও, দলগত দায়িত্বে উদাসীনতা ভিনিকে বসিয়েছে আলোচনার টেবিলে। আর তাই প্রাক-মৌসুমের শুরুতেই এই ব্রাজিলিয়ান তারকার সঙ্গে একান্তে আলোচনায় বসতে চলেছেন আলোনসো।

নতুন মৌসুম শুরুর আগেই ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কঠোর অবস্থান নিচ্ছেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো। মাঠে প্রতিভার ঝলক থাকলেও, দলগত দায়িত্বে উদাসীনতা ভিনিকে বসিয়েছে আলোচনার টেবিলে। আর তাই প্রাক-মৌসুমের শুরুতেই এই ব্রাজিলিয়ান তারকার সঙ্গে একান্তে আলোচনায় বসতে চলেছেন আলোনসো।

মার্কা’র দাবি অনুযায়ী, এই আলোচনার মূল বিষয় হবে ভিনির ভূমিকা, দায়িত্ববোধ, রক্ষণে অংশগ্রহণ এবং মাঠে আচরণ। আলোনসোর দৃষ্টিতে, রিয়াল মাদ্রিদের ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভিনিসিয়াস। তবে শর্ত একটাই—তাকে খেলতে হবে দলকে সামনে রেখে, ব্যক্তিগত দক্ষতা নয়, সম্মিলিত প্রচেষ্টা যেন প্রাধান্য পায়।

২০২৪-২৫ মৌসুমটা রিয়ালের জন্য ছিল হতাশার। বিশেষ করে বড় ম্যাচগুলোতে দেখা গেছে, প্রতিপক্ষের প্রেসিংয়ের মুখে পড়ে রিয়ালের রক্ষণভাগ ভেঙে পড়ছে। ক্লাবের ভেতরে অভিযোগ উঠেছে, আক্রমণভাগের খেলোয়াড়রা ডিফেন্সে ফিরতে অনীহা দেখিয়েছেন। প্রেসিং কিংবা ট্র্যাকব্যাক—দুই দিকেই ঘাটতি ছিল স্পষ্ট।

এমন পরিস্থিতিতে নতুন কোচ আলোনসো জানিয়ে দিয়েছেন, তার কৌশলে জায়গা পেতে হলে আক্রমণভাগের তিনজনকেই ডিফেন্সে অবদান রাখতে হবে। একজন হয়তো কিছুটা স্বাধীনতা পেতে পারেন, কিন্তু দুই বা তিনজনকে ছাড় দিলে তা পুরো দলের ভারসাম্য নষ্ট করবে।

ভিনিসিয়াস গত মৌসুমে ২০ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন। পরিসংখ্যান চমৎকার, কিন্তু বড় ম্যাচে নিজের ছায়া ছিলেন এই ব্রাজিলিয়ান। চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ধাপ, এল ক্লাসিকোর মঞ্চ কিংবা শিরোপা নির্ধারণী মুহূর্তগুলোতে তার পারফরম্যান্স আশানুরূপ ছিল না।

তবে আলোনসো স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ভিনিকে বাদ দিতে চান না। বরং এই তরুণ তারকার ভেতরে দলনেতার ছাপ দেখতে চান। চান, ভিনি যেন দায়িত্ব নিয়ে খেলে, নিজের আচরণ ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে।

আসন্ন এই বৈঠকের মাধ্যমে জাবি আলোনসো একরকম বার্তাই দিতে চাইছেন গোটা দলকে—রিয়াল মাদ্রিদে এখন  ব্যক্তির চেয়ে দল বড়। তারকাখ্যাতি নয়, মাঠে চূড়ান্ত নিষ্ঠাই হবে একাদশে জায়গা পাওয়ার মূল চাবিকাঠি। আর এই নতুন মানসিকতার রূপকার হতে যাচ্ছেন জাবি আলোনসো নিজেই।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link