ভারতের সিরিজ বাঁচানোর সম্ভাব্য একাদশ!

ভারত শিবিরে যেন ঘোর অমানিশা নেমে এসেছে। শুধু ইংল্যান্ডের সাথে মাঠের লড়াই নয়, চোটের সাথেও লড়তে হচ্ছে খেলোয়াড়দের। তাই তো প্রশ্নের জায়গা, ওল্ড ট্রাফোর্ডে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ?

ভারত শিবিরে যেন ঘোর অমানিশা নেমে এসেছে। শুধু ইংল্যান্ডের সাথে মাঠের লড়াই নয়, চোটের সাথেও লড়তে হচ্ছে খেলোয়াড়দের। তাই তো প্রশ্নের জায়গা, ওল্ড ট্রাফোর্ডে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে কেমন হতে পারে ভারতের  একাদশ?

ওপেনিংয়ে যথারীতি রাহুল এবং জয়সওয়াল থাকছেন। তবে সমস্যাটা তিন নম্বর পজিশন। আগের তিন টেস্টে আস্থার প্রতিদান দিতে পারেননি করুন নায়ার। তাই তো চতুর্থ টেস্টে তাঁর জায়গায় সাই সুদর্শনকে খেলানোর কথা ওঠে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতার বিচারে হয়তো নায়ারের উপরই আস্থা রাখবে ম্যানেজমেন্ট।

সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল ঋষাভ পান্ত- কে ঘিরে। আঙুলের চোটের কারণে আশঙ্কা ছিল তাঁর খেলা নিয়ে। তবে চতুর্থ টেস্টে তিনি গ্লাভস হাতেই মাঠে থাকবেন। ধ্রুব জুরেলের খেলার সম্ভাবনা তাই থাকছে না।

ইন্ডিয়াকে সবচেয়ে বেশি বেগ পেতে হবে বোলিং লাইনআপ সাজানো নিয়ে। নিতীশ রেড্ডি ছিটকে গেছেন, আকাশ দীপ থাকছেন না, আর্শদ্বীপ সিং ভুগছেন ইনজুরিতে। তাই তো পেস আক্রমণ কেমন হবে, সে প্রশ্ন থেকেই যায়!

সমাধানের জন্য দলে যোগ দিয়েছেন আনশুল কাম্বোজ। জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ থাকছেন। ওল্ড ট্রাফোর্ডে তিন পেসার নিয়েই খেলবে ভারত। সেক্ষেত্রে জাদেজা আর ওয়াশিংটন সুন্দরের সাথে স্পিন শক্তি বাড়াতে যোগ হতে পারেন কুলদীপ যাদব।

পেস ইউনিটে এক পজিশনের জন্য লড়াইটা দুইজনের, শেষ পর্যন্ত কার উপর ভরসা রাখবে ম্যানেজমেন্ট—প্রসিদ্ধ কৃষ্ণা নাকি আনশুল কাম্বোজ? এক্ষেত্রে এগিয়ে থাকবেন কাম্বোজই।

ভারতের সম্ভাব্য একাদশ— যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, করুন নায়ার, শুভমান গিল (অধিনায়ক),ঋষাভ পান্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আনশুল কাম্বোজ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link