ঋষাভের জন্য নিয়ম বদলাবে কি আইসিসি!

ক্রিকেট বদলাচ্ছে, খেলোয়াড়দের দায়বদ্ধতা বাড়ছে, শুধু বদলায়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বদলি খেলোয়াড়ের নিয়ম।

ক্রিকেট বদলাচ্ছে, খেলোয়াড়দের দায়বদ্ধতা বাড়ছে, শুধু বদলায়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বদলি খেলোয়াড়ের নিয়ম।

দলগত অধিকাংশ খেলায় দেখা যায় কেউ যদি আঘাত পায় সেক্ষেত্রে তাঁর বদলি হিসেবে আরেকজনকে নামানো হয়। ক্রিকেটে সেটি কেবল মাথার চোট পেলেই হয়ে থাকে, অন্যথায় ইনজুরি নিয়েই খেলতে হয়, নাহলে দলের হাতে থাকে কার্যত ১০ জন খেলোয়াড়। তাই তো প্রশ্ন উঠেছে, এই নিয়মের পতিবর্তন আনবে কি আইসিসি?

চলমান ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে ঋষাভ পান্তের পাওয়া চোটের পর অনেকেই মনে করছেন এই নিয়ম বদলানোর সময় এসেছে। এই নিয়ে দ্বিতীয় দিনের ম্যচ পূর্ববর্তী আলোচনায় মাইকেল ভন বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেটে এই নিয়ম চালু করার সময় এসেছে। যে কোনও সময়ে যে কোনও ক্রিকেটার চোট পেতে পারে, তার মানে কি সেই দলকে দশ জনে খেলতে হবে। আমার মতে, আইসিসির এটা নিয়ে ভাবার সময় এসেছে।

বর্তমানে আইসিসির নিয়ম অনুযায়ী, বদলি খেলোয়াড়রা কেবল ফিন্ডিং বা উইকেটকিপিং করতে পারেন, তাও আবার আম্পায়াররের অনুমতিতে। ব্যাটিং কিংবা বোলিং করার অনুমতি নেই।

এই নিয়মের কারণেই ইনজুরিতে পড়া ঋষাভের মাঠে নামতে হয়েছে। ফিল্ডিংয়ে অবশ্য ধ্রুব জুরেল উইকেটকিপারের ভূমিকায় থাকছেন তবে তিনি পরের ইনিংসে ব্যাটিং করতে পারবেন না।

টাইমস অফ ইন্ডিয়া-এর এক প্রতিবেদন অনুযায়ী, আইসিসি বর্তমানে গুরুতর চোটের ক্ষেত্রে ‘লাইক ফর লাইক’ খেলোয়াড় পরিবর্তনের বিষয়ে চিন্তা করছে। এই বিষয়ে আলোচনা চলছে যা পরবর্তী সভায় অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

নিয়মটি চালু হলে, গুরতর চোট পাওয়া খেলোয়াড়ের বদলি হিসেবে অন্যজন ম্যাচ চলাকালীন সময় নামতে পারবে। যা কোন দলকে বাড়তি সুবিধা না দিয়ে ভারসাম্য বজায় রাখবে।

 

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link