শুভমান গিল, ভারতের সর্বময় সর্বাধিনায়ক

রোহিত-সূরিয়া সরে গেলে তিন ফরম্যাটেই নেতৃত্ব নেবেন শুভমান গিল। ভারত পাচ্ছে নতুন সর্বাধিনায়ক। এর শুরুটা এশিয়া কাপ দিয়ে হতে পারে, সেখানেই সম্ভবত সহ-অধিনায়ক মনে যাবেন গিল।

এশিয়া কাপের আগে বড় সিদ্ধান্ত আসতে চলেছে ভারতের ক্রিকেটে। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সূত্র জানাচ্ছে একাধিক অধিনায়ক তত্ত্ব শেষ। তিন ফরম্যাটে এক নেতার হাত ধরেই হাঁটবে বিসিসিআই। আর সেই নেতা হবেন শুভমান গিল।

এখন ভারতের তিন অধিনায়ক। টেস্টে গিল, ওয়ানডেতে রোহিত শর্মা, টি-টোয়েন্টিতে সূরিয়াকুমার যাদব। বোর্ড চাইছে এই বিভাজন শেষ করতে। রোহিতের লক্ষ্য ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা। কিন্তু শোনা যাচ্ছে, তার আগেই হিটম্যানকে সরিয়ে দেওয়া হবে।

সুরিয়াকুমার যাদব আপাতত টি-টোয়েন্টি অধিনায়ক থাকবেন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এর আগে গিলকে করা হবে সহ-অধিনায়ক। লক্ষ্য একটাই—সুরিয়ার পর সহজে গিলের হাতে টি-টোয়েন্টির নেতৃত্ব তুলে দেওয়া।

গিলকে ইতোমধ্যেই টেস্ট অধিনায়ক করেছে বোর্ড। প্রথম সিরিজেই বাজিমাত করেছেন তিনি। তিন টেস্টে ৫৬৭ রান করেছেন। গড় ৯৪.৫০। একটি ডাবল সেঞ্চুরি, দুটো সেঞ্চুরি। এজবাস্টনে ঐতিহাসিক জয়ের নায়ক। এক ম্যাচে ৪৩০ রান—টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

আইসিসির মাস সেরা খেলোয়াড় হয়েছেন চতুর্থবারের মতো। এর আগে ফেব্রুয়ারি ২০২৪, জানুয়ারি ও সেপ্টেম্বর ২০২৩-এ পেয়েছেন এই স্বীকৃতি। পুরুষ ক্রিকেটে এই রেকর্ড শুধু তাঁর।

বোর্ডের সাবেক নির্বাচক দেবাং গান্ধীর মতে, ভারতকে এক অধিনায়ক তত্ত্বে ফিরতে হবে। তিনি বলেন, ‘স্প্লিট ক্যাপ্টেন্সি ভারতে চলে না। যখন একজন দুর্দান্ত অল-ফরম্যাট খেলোয়াড় আছে, তাকে সব ফরম্যাটে অধিনায়ক না করার কারণ নেই। গিলের ব্যাটিং, ফর্ম, নেতৃত্ব—সব কিছুই প্রস্তুত।’

এশিয়া কাপের পর ঘোষণা আসতে পারে। রোহিত-সূরিয়া সরে গেলে তিন ফরম্যাটেই নেতৃত্ব নেবেন শুভমান গিল। ভারত পাচ্ছে নতুন সর্বাধিনায়ক। এর শুরুটা এশিয়া কাপ দিয়ে হতে পারে, সেখানেই সম্ভবত সহ-অধিনায়ক মনে যাবেন গিল।

Share via
Copy link