প্রস্তুত মুরালি-জয়াসুরিয়ার দ্বিতীয় প্রজন্ম!

একদিন হয়তো রানুক কিংবা নারেন, হয়তো বাবার ছায়া ছাড়িয়ে উঠতে পারবেন, কিংবা পারবেন না। কিন্তু এই মিলনমুহূর্ত, এই প্রতীকী মশাল হস্তান্তর, ইতোমধ্যেই ইতিহাসে জায়গা করে নিল।

কলম্বোর ঐতিহাসিক পি. সারা ওভালে সময় যেন থমকে গিয়েছিল। এক টুকরো নস্টালজিয়া জীবন্ত হয়ে উঠেছিল। ধরার বুকে ব্যাট হাতে নেমেছিলেন জয়াসুরিয়া, তাঁর প্রতিপক্ষ মুরালিধরন।

মাঠে নেমেছিল আসলে কিংবদন্তিদের দ্বিতীয় প্রজন্ম। শ্রীলঙ্কান ক্রিকেটের দুই মহাতারকা—মুত্তিয়া মুরালিধরন আর সনাথ জয়াসুরিয়ার দুই ছেলে পরস্পরের মুখোমুখি হলেন একই মঞ্চে। ক্লাব পর্যায়ের অনূর্ধ্ব ২৩ দলের লড়াই।

পোশাকি নাম অনূর্ধ্ব ২৩ ইন্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। দুই দিনের ম্যাচে খেলতে নামে সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) ও তামিল ইউনিয়ন।

এসএসসির হয়ে ব্যাট হাতে নেমেছিলেন রানুক জয়াসুরিয়া—যার আগ্রাসী ভঙ্গি দেখে অনেকেই যেন ফিরে গিয়েছিলেন নব্বই দশকে, তাঁর বাবার দাপুটে দিনগুলিতে। ক’দিন আগেই বিলেতে যিনি ওপেন করতে নেমেছিলেন খোদ কুমার সাঙ্গাকারার সাথে।

অপরদিকে তামিল ইউনিয়নের জার্সি গায়ে খেলছিলেন নারেন মুরালিধরন—যিনি অনেকটা খোদ মুত্তিয়ার অ্যাকশনেই বোলিং করেন। এই লেগ স্পিনার ইতোমধ্যেই প্রথম শ্রেণির ক্রিকেট ও টি-টোয়েন্টিতে নিজের যাত্রা শুরু করে ফেলেছেন।

হ্যাঁ, বাবার তুলনায় সংখ্যাগুলো এখনও ছোট, কিন্তু তাঁর কাঁধে চাপিয়ে দেওয়া উত্তরাধিকার পৃথিবীর সবচেয়ে ভারী—আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের সেরা বোলারের উত্তরাধিকার।

একদিকে আক্রমণাত্মক ওপেনার বাবার রক্ত, অন্যদিকে ঘূর্ণির জাদুকরের ছায়া। সেই দুই উত্তরসূরি যখন এক মাঠে, এক ম্যাচে দাঁড়ালেন—এক সাধারণ ক্লাব ম্যাচ হঠাৎই হয়ে উঠল ইতিহাসের পুনর্জাগরণ।

সনৎ জয়াসুরিয়া—যিনি বিশ্বকে শিখিয়েছিলেন, ইনিংস শুরুর প্রথম দশ ওভার মানে কেবলই ঝড়, প্রতিপক্ষের বোলারকে পরোয়া না করা। অন্যদিকে মুরালিধরন—যিনি বিশ্ব ক্রিকেটকে দেখিয়েছেন, বল এক আঙুলের মুঠোয় কেমন করে নাচানো যায়।

এই দুই কিংবদন্তি যে সোনালি অধ্যায় লিখে গেছেন, তার ছায়া যেন ছুঁয়ে গেল পি. সারা ওভালের ঘাসকে। আর এই পি সারা ওভাল মানেই তো নতুন ইতিহাস। একদিন হয়তো রানুক কিংবা নারেন, হয়তো বাবার ছায়া ছাড়িয়ে উঠতে পারবেন, কিংবা পারবেন না।

কিন্তু এই মিলনমুহূর্ত, এই প্রতীকী মশাল হস্তান্তর, ইতোমধ্যেই ইতিহাসে জায়গা করে নিল।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link