বোলারদের হাত ধরে ভারতের জয়!

খাদের কিনারায় পড়া ভারতকে টেনে তুলল বোলাররা। হাতছাড়া হতে বসা ম্যাচটাকে একতরফা বানিয়ে পকেটে পুরল টিম ইন্ডিয়া। কোন বোলারই খালি হাতে ফেরেননি এদিন, সবাই অস্ট্রেলিয়ার উইকেট তুলেছেন ভাগাভাগি করে। আর তাতেই ভারতের জয় ৪৮ রানের ব্যবধানে।

খাদের কিনারায় পড়া ভারতকে টেনে তুলল বোলাররা। হাতছাড়া হতে বসা ম্যাচটাকে একতরফা বানিয়ে পকেটে পুরল টিম ইন্ডিয়া। কোন বোলারই খালি হাতে ফেরেননি এদিন, সবাই অস্ট্রেলিয়ার উইকেট তুলেছেন ভাগাভাগি করে। আর তাতেই ভারতের জয় ৪৮ রানের ব্যবধানে।

এদিন টস হেরে ব্যাটিংয়ে আসে ভারত। ওপেনিংয়ে নেমে দেখেশুনে শুরু করেছিলেন অভিষেক শর্মা এবং শুভমান গিল। এই ম্যাচে অবশ্য অভিষেক নিজের ধংসাত্মক মেজাজে ব্যাটিং করতে পারেননি, ২১ বলে ২৮ রান করেই ফিরেছেন সাজঘরে।

তিনে নামা শিভাব দুবেকে ১৮ বলে ২২ রান করেই ফিরতে হয়েছে। সময় যত গড়িয়েছে গিলের ব্যাট চলেছে ধীরগতিতে। ৩৯ বলে ৪৬ রানের ইনিংস খেলে বিদায় বলেন তিনি। কাপ্তান সুরিয়াকুমার যাদবও ১০ বলে ২০ রান করে মাঝপথেই থেমেছেন। শেষদিকে অক্ষর প্যাটেলের ২১ রানে ভর করে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৬৭ রান। অ্যাডাম জাম্পা এবং নাথান এলিস নেন তিনটি করে উইকেট।

জবাবে শুরুটা খুব একটা মন্দ হয়নি অজিদের। পাওয়ার প্লেতেই আসে বীনা উইকেটে ৪৮ রান। নবম ওভার পর্যন্ত ঠিকঠাক চলছিল, ৬৭ রানের জশ ইংলিশের বিদায়ের মাধ্যমে দুই উইকেট হারায় স্বাগতিকরা। আর এরপরই নেমে আসে ধস।

দুবে, অক্ষর, ওয়াসিংটন সুন্দররা মরণ কামড় বসান অস্ট্রেলিয়ার উপর। যোগ দেন আর্শদ্বীপ-বুমরাহরাও। ভারতের পেস আর স্পিনের মেলবন্ধনে দিশেহারা হয়ে যায় অজি শিবির, একেবারে মুখ থুবড়ে পড়ে ব্যাটাররা। ৫২ রানের মধ্যেই আট উইকেট হারায় তারা। লড়াই নয়, একেবারে আত্মসমর্পণের পথ বেছে নেয়।

ব্যাটাররা উইকেট অনুযায়ী অন্তত ২০ রান কম করেছিল। ঘরের মাঠে স্বাগতিকদের সামনে স্কোরটা নিতান্তই সহজ হয়ে দাঁড়িয়েছিল। তবে ভারতের বোলিং বাধা সেই সহজ পথকে এতটাই কঠিন করে তুলল যে অজিদের হার মেনে নেওয়া ছাড়া কোন উপায় ছিল না। সেই সাথে আরও একবার প্রমাণ হলো শুধু বল হাতেও ভারত অপ্রতিরোধ্য এক নাম।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link