বাবর ফিরেছেন সবখানেই!

ওয়ানডেতে শতকের দেখা পেয়েছিলেন, টি-টোয়েন্টিতে সেই অর্থে নিজেকে ফেরাতে পারেননি বাবর আজম। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ফেরার পথ পেয়ে গেলেন। ৭৪ রানের ইনিংস খেলে জানান দিলেন, তিনি সবখানেই ফিরেছেন।

ওয়ানডেতে শতকের দেখা পেয়েছিলেন, টি-টোয়েন্টিতে সেই অর্থে নিজেকে ফেরাতে পারেননি বাবর আজম। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ফেরার পথ পেয়ে গেলেন। ৭৪ রানের ইনিংস খেলে জানান দিলেন, তিনি সবখানেই ফিরেছেন।

ট্রাই নেশন সিরিজের প্রথম ম্যাচে এই জিম্বাবুয়ের বিপক্ষেই রানের খাতা খুলতে পারেননি বাবর। শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যর্থ হয়েছিলেন। টি-টোয়েন্টি দলে তাঁর উপস্থিতি এক প্রশ্নবোধক চিহ্ন রেখেই দিচ্ছিল, শিকার হচ্ছিলেন সমালোচনারও।

তবে সব কিছুর জবাব বাবর আরও একবার দিলেন, দ্বিতীয় প্রত্যাবর্তনটা করেই ফেরলেন। সেই সাথে ৩৮ ফিফটির মালিক হয়ে ছুঁইয়ে ফেললেন সবার উপরে থাকা বিরাট কোহলিকেও।

শাহিবজাদা ফারহানের সাথে ১০৩ রানের জুটি গড়লেন বাবর। ৬৩ রানে ফারহান ফিরে, খোলস ছেড়ে বেরিয়ে এলেন বাবর। ধীরগতির শুরুর শেষটা করলেন রাজকীয়ভাবে। জিম্বাবুয়ের বোলারদের বুঝিয়ে দিলেন নিজের দিনে কি করতে পারেন বাবর।

শেষটাতে ৫২ বলে ৭৪ রানের নক এল চেনা বাবরের ব্যাটে। সাত চার আর দুই ছক্কা দিয়ে সাজান ইনিংসের স্ট্রাইক রেট ছিল ১৪২.৩২। যখন সাজঘরের পথ ধরলেন, দলের স্কোরবোর্ডে রান তখন ১৬৩।

টি-টোয়েন্টিতে বাবর বাদ পড়েছিলেন, ফিরে আসার পর নিজেকে থিতু করতে পারেননি। তাই তো একটা ভালো ইনিংসের অভাব বোধ হচ্ছিল। আড়াই বছরের সেঞ্চুরি খরা কাটানোর পর বাবরের কাছে প্রত্যাশাও একটু বেশিই বাড়ছিল। সেই প্রত্যাশা বাবর মেটালেন আরও একবার, টি-টোয়েন্টিতেও নতুন করে প্রত্যাবর্তনটা করেই ফেললেন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link