টেক্টর পরিবারের তিন ভাইয়ের একসাথে না খেলতে পারার আক্ষেপ

জ্যাক নিশ্চয়ই নিজের ভুলগুলো থেকে প্রাপ্ত শিক্ষা ছড়িয়ে দিয়েছেন নিজের ছোট ভাইদের মাঝে। আর বড় ভাইয়ের সেই দীক্ষা অন্তত হ্যারি ও টিম ট্যাক্টরের জীবনে কাজে এসেছে- তা আর না বলে দিলেও চলছে নিশ্চয়ই।

ছোট ভাই আগ্রাসনের শুরুটা করে দিলেন। মেজো ভাই সেই আগ্রাসনের ভীতের উপর দাঁড়িয়ে দলের সংগ্রহকে বহুদূর অবধি নিয়ে গেলেন। বড় ভাই নিশ্চয়ই তখন সুদূর আয়ারল্যান্ডে বসে ছোট দুই ভাইয়ের দারুণ ব্যাটিং উপভোগ করে যাচ্ছিলেন। টেক্টর ভাতৃদ্বয়ের  ইম্প্যাক্টফুল ব্যাটিংয়ে, বাংলাদেশের বিপক্ষে বেশ বড়সড় সংগ্রহই গড়েছে আয়ারল্যান্ড।

পল স্টার্লিংয়ের সাথে আইরিশদের ইনিংস উদ্বোধন করতে এলেন ট্যাক্টর পরিবারের ছোট ছেলে টিম টেক্টর। স্রেফ ১৯ বলে ৩২ রানের একটা ঝকঝকে ইনিংস খেলে গেলেন তিনি। পল স্টার্লিংয়ের বিদায়ের পর মেজো ভাই হ্যারি টেক্টরের সাথে ছোট্ট একটি জুটিও গড়েন টিম।

আয়ারল্যান্ড দল হয়ত ভেবেছিল দুই ভাইয়ের ব্যাটে ভর করেই নিজেদের ইনিংসের সমাপ্তি রেখা টেনে দেবে সফরকারীরা। কিন্তু টিমের বিদায়ে তেমনটি আর ঘটেনি। কিন্তু হ্যারি ঠিকই টিকে রইলেন। কার্যকর এক ইনিংস খেললেন। ৪৫ বলে ৬৯ রানের একটা দারুণ দৃঢ় ইনিংস উপহার দিলেন তিনি।

তার দৃঢ়তার কল্যাণে চার উইকেট হারিয়ে ১৮১ রানের শক্তপোক্ত পুঁজি পায় আয়ারল্যান্ড। ট্যাক্টর পরিবারের ছোট দুই ভাইয়ের এমন স্মৃতিময় দিনে নিশ্চয়ই বড় ভাই জ্যাক টেক্টরের গর্বের পাশাপাশি খানিক আক্ষেপও হচ্ছে। কেননা জ্যাকও যে একজন পেশাদার ক্রিকেটার ছিলেন। কিন্তু কখনোই আয়ারল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ তার হয়ে ওঠেনি।

আইরিশদের ঘরোয়া ক্রিকেটে ২০২৩ সাল অবধি তিনি ছিলেন নিয়মিত চরিত্র। মাত্র ২৯ বছর বয়সেই তিনি ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। অথচ একটা মধুর অনন্য স্মৃতি সৃষ্টি হতে পারত। জ্যাক আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ আদায় করে নিতে পারলে হয়ত তিনি এখনও চালিয়ে যেতেন পেশাদার ক্রিকেট। তিন ভাই একসাথে প্রতিনিধিত্ব করতে পারতেন আয়ারল্যান্ডকে।

কিন্তু তেমনটি আর হয়নি। আক্ষেপ, আফসোস থাকা খুবই স্বাভাবিক। কিন্তু জ্যাক নিশ্চয়ই নিজের ভুলগুলো থেকে প্রাপ্ত শিক্ষা ছড়িয়ে দিয়েছেন নিজের ছোট ভাইদের মাঝে। আর বড় ভাইয়ের সেই দীক্ষা অন্তত হ্যারি ও টিম ট্যাক্টরের জীবনে কাজে এসেছে- তা আর না বলে দিলেও চলছে নিশ্চয়ই।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link