সংক্ষিপ্ত ফরম্যাটের ট্রফি সম্রাট

যেকোনো ক্রীড়াবিদের জন্য শিরোপা জেতাই চূড়ান্ত লক্ষ্য। সেটা হোক বিশ্বকাপ কিংবা ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট, শিরোপা জয়ের মাহাত্ন্য সর্বদাই বেশি। ফ্যাঞ্চাইজি ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। কিছু খেলোয়াড় আছেন যারা ফ্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন এবং তারা জানেন কিভাবে শিরোপা জেতাতে হয়।

ফলে, কিছু ক্রিকেটারকে এই সময় আমরা দেখছি যারা – ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে এক গাদা শিরোপা জিতেছেন। আসুন দেখে নেয়া যাক সর্বাধিক টি-টোয়েন্টি টুর্নামেন্টজয়ী ক্রিকেটারদের।

  • লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা নয়টি টি-টোয়েন্টি শিরোপা জিতে আছেন তালিকার পাঁচ নম্বরে। ডেথ ওভারে দুধর্ষ ইয়র্কার এবং স্লোয়ারে বিভ্রান্ত করতে মালিঙ্গার জুড়ি মেলা ভার। তার স্লিঙ্গিং অ্যাকশনে করা পেস বোলিং ক্রিকেটপ্রেমীরা স্বরণে রাখবে আজীবন।

মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল শিরোপা জিতেছেন চারবার; যথাক্রমে ২০১৩, ২০১৫, ২০১৭ এবং ২০১৯ সালে। তিনি দলটির হয়ে ২০১১ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লীগ টি-টোয়েন্টির শিরোপা জেতেন। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এছাড়াও ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে বিপিএলের শিরোপা জেতেন তিনি। তবে মালিঙ্গা প্রথম শিরোপা জেতেন ২০০৭ সালে, কেন্টের হয়ে স্ট্যানফোর্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

  • রোহিত শর্মা (ভারত)

ভারতের সীমিত ওভারের সহ-অধিনায়ক রোহিত শর্মা দশটি শিরোপা জিতে আছেন তালিকার চার নম্বরে। রোহিতের ক্যারিয়ারের প্রথম শিরোপা ছিল ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

একবছর বাদেই আইপিএল শিরোপার স্বাদ পান তিনি, ডেকান চার্জার্সের হয়ে ২০০৯ আইপিএল জেতেন তিনি। ২০১১ আইপিএল নিলামে তাকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে রোহিত এবং মুম্বাই রূপকথার সেই শুরু। মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে আইপিএল জিতেছেন পাঁচবার; ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে। এর বাইরেও মুম্বাইয়ের হয়ে ২০১৩ সালে জিতেছেন চ্যাম্পিয়ন্স লীগ টি-টোয়েন্টি।

২০১৬ সালে জাতীয় দলের হয়ে জিতেছেন এশিয়া কাপ টি-টোয়েন্টি। সে বছরেই শ্রীলংকাতে অনুষ্ঠিত হওয়া নিদাহাস ট্রফিতে জিতেছিলেন বাংলাদেশকে হারিয়ে। বিরাট কোহলির অনুপস্থিতিতে দুটো টুর্নামেন্টেই ভারতীয় দলকে নেতৃত্ব দেন রোহিত।

  • শোয়েব মালিক (পাকিস্তান)

পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক বিশ্বজুড়ে ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছেন বহুবছর ধরেই। ক্যারিয়ারের প্রথম শিরোপা জেতেন ২০০৯ সালে, জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ জিতেছেন ছয়বার; ২০০৫, ২০০৬, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১ সালে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেরও (সিপিএল) নিয়মিত মুখ শোয়েব মালিক, ২০১৪ সালে সিপিএলের শিরোপা জেতেন বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে। এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ২০১৫ এবং ২০১৮ সালে জেতেন বিপিএলের শিরোপা। তিনি সর্বশেষ শিরোপা জেতেন ২০১৮ সালে, পাকিস্তানের হয়ে ত্রিদেশীয় সিরিজে। এখনো পর্যন্ত ১১ শিরোপা জিতে মালিক আছেন এই তালিকার এই নম্বরে।

  • ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)

বিশ্বজুড়ে সব ধরনের টি-টোয়েন্টি টুর্নামেন্টের জনপ্রিয় মুখ ডোয়াইন ব্রাভো। আমুদে এই ক্যারিবিয়ান অলরাউন্ডার সকল ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টেই ছাপ রেখেছেন নিজের সামর্থ্যের। এখনো পর্যন্ত ১৪ টি শিরোপা জিতেছেন ব্রাভো এবং বলার অপেক্ষা রাখে না অদূর ভবিষ্যতে সংখ্যাটা আরো বাড়বে। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ তিনি। দলটির হয়ে ২০১১ এবং ২০১৮ সালে আইপিএল শিরোপা জেতেন তিনি। এছাড়াও ২০১৪ সালে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। ব্রাভো ঘরোয়া ক্রিকেটে ১৬ বছর খেলেছেন ত্রিনিদাদ এন্ড টোবাগোর হয়ে এবং ঘরোয়া টি-টোয়েন্টি ট্রফি জেতেন তিনবার। এছাড়াও ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএল জিতেছেন চারবার। ২০০৯ সালে ভিক্টোরিয়া বুশরেঞ্জার্স এবং ২০১১ সালে সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশ জেতেন তিনি।

  • কাইরেন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)

ক্যারিয়ারের শুরু থেকেই মারকুটে ব্যাটসম্যান হিসেবে খ্যাতি পাওয়া কিয়েরন পোলার্ড বিশ্বজুড়ে ফ্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ। মুহূর্তের মাঝেই ম্যাচের রঙ বদলে দিতে পারার ক্ষমতা তাকে করে তুলেছে টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। ১৫টি শিরোপা জিতে পোলার্ড তাই আছেন এই তালিকায় সবার উপরে।

পাঁচবার আইপিএল জেতা মুম্বাই ইন্ডিয়ান্স ইন্ডিয়ান্স দলের অবিচ্ছেদ্য অংশ তিনি। দলটির হয়ে জিতেছেন যথাক্রমে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালের আইপিএল। এছাড়াও দলটির হয়ে ২০১১ এবং ২০১৩ সালে জেতেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। ২০০৭ সালে স্ট্যানফোর্ড টি-টোয়েন্টি জেতেন ত্রিনিদাদ এন্ড টোবাগোর হয়ে। এছাড়াও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন তিনি। সে বছরই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে জেতেন বিপিএলের শিরোপা।

কেপ কোবরার্সের হয়ে র্যাম স্ল্যাপ টি-টোয়েন্টি জেতেন ২০১৪ সালে। ক্যারিবীয়ান ঘরোয়া টি-টোয়েন্টি শিরোপা জেতেন ২০১১ এবং ২০১২ সালে। এছাড়াও সিপিএল শিরোপা জিতেছেন দুইবার। প্রথমবার ২০১৪ সালে বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে এবং পরেরবার ২০২০ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link