উইলিয়ামসনও বেছে নিলেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট!

চারিদিকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জোয়ার যখন শুরু হল, তখন থেকেই সকল মহলে প্রশ্ন জাগতে শুরু হল- 'ফ্রাঞ্চাইজি ক্রিকেট নাকি জাতীয় দল?'

ফ্রাঞ্চাইজি ক্রিকেট নাকি জাতীয় দল- এই লড়াইয়ে এক সময়ে সম্মুখ সারির সেনানী ছিলেন কেন উইলিয়ামসন। ফ্রাঞ্চাইজি ক্রিকেট ছাপিয়ে তিনি বরাবরই বেছে নিয়েছিলেন জাতীয় দলকে। কিন্তু পাশার দান পালটে গেছে। এবার জাতীয় দলের সিরিজকে উপেক্ষা করে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন কেন উইলিয়ামসন। তবে কি ক্রিকেট দুনিয়াতে ফ্রাঞ্চাইজি ক্রিকেটই বনে যাচ্ছে খেলোয়াড়দের প্রথম পছন্দ?

চারিদিকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জোয়ার যখন শুরু হল, তখন থেকেই সকল মহলে প্রশ্ন জাগতে শুরু হল- ‘ফ্রাঞ্চাইজি ক্রিকেট নাকি জাতীয় দল?’ সেই প্রশ্নে ঘুরেফিরে বহুবার সামনে এসেছে। বেন স্টোকস, কেন উইলিয়ামসনরা বন্দনার স্রোতে ভেসে গেছেন- জাতীয় দলকে বেছে নেওয়ার জন্য।

কিন্তু এদফা নিউজিল্যান্ড জাতীয় দলের সিরিজকে না বলে দিয়েছেন ব্ল্যাকক্যাপস কিংবদন্তি কেন উইলিয়ামসন। এসএ টি-টোয়েন্টি খেলবেন বলেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সিরিজটা যে খর্বশক্তির দলের বিপক্ষে- বিষয়টি কিন্তু তেমনও নয়। ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ নাকোচ করে দিয়েছেন কেন উইলিয়ামসন। আর তার এমন সিদ্ধান্ত আবারও সেই পুরনো প্রশ্নকে জাগিয়ে তুলেছে।

এমনকি নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতেও অন্তর্ভুক্ত হননি উইলিয়ামসন। কারণটা একেবারেই সরল। ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলবেন নাকি জাতীয় দলের সিরিজ- সেই সিদ্ধান্ত একান্তই নিজের কাছে রাখতে চান তিনি। দুশ্চিন্তার জন্য এই ছোট্ট পদক্ষেপগুলোই যথেষ্ট।

তবে কি ফ্রাঞ্চাইজি ক্রিকেট গ্রাস করে ফেলছে আন্তর্জাতিক ক্রিকেটকে? আন্তর্জাতিক ক্রিকেটও কি তবে সীমাবদ্ধ হয়ে যাবে বৈশ্বিক টুর্নামেন্টে? অশনি সংকেতগুলো প্রবল হচ্ছে দিনকে দিন। কেন উইলিয়ামসনদের মত কিংবদন্তিদেরও স্রোতে গা ভাসিয়ে দেওয়া দুশ্চিন্তার খোরাক বাড়াচ্ছে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link