পরিব্রাজক ক্যারিবিয়ান ক্রিকেটারদের একজন জেসন হোল্ডার। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট শিকারের সিংহাসন আবারও ক্যারিবিয়ানদের দখলে নিয়ে এলেন হোল্ডার। রশিদ খানের দীর্ঘদিনের রেকর্ড টপকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের এই প্রতিনিধি। এক পঞ্জিকাবর্ষে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট তুলে নিয়েছেন জেসন হোল্ডার।
আইএল টি-টোয়েন্টিতে তিনি গড়েছেন এই রেকর্ড। আবু ধাবি নাইট রাইডার্সের ডেরায় রয়েছে ক্যারিবিয়ান এই বোলিং অলরাউন্ডার। উইকেট শিকারের নেশায় মত্ত্ব হোল্ডারের ঝুলিতে যুক্ত হয়ে গেছে ১২টি উইকেট। আর এই ১২ উইকেটই তার জন্য রেকর্ড আলিঙ্গনের পথটা সুগম করে দিয়েছে।

চলতি বছরে সব ধরণের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত হোল্ডারের শিকার ৯৭টি উইকেট। তার কাছে এখনও সুযোগ আছে এই সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার। ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ৬৯টি টি-টোয়েন্ট ম্যাচে মাঠে নেমেছেন। যার অধিকাংশই ছিল ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।
এর মধ্যে ৩১টি উইকেট শিকার করেছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে। রশিদ খানকে এখানেই পেছনে ফেলে দিয়েছেন তিনি। ২০১৮ সালে, রশিদ খান এক পঞ্জিকাবর্ষে ৯৬টি উইকেট নিজের করে নিয়েছিলেন। প্রায় সাত বছর তার সেই রেকর্ডটি থেকেছে অক্ষত। তবে তার আগে আরেক ক্যারিবিয়ান ডোয়েইন ব্রাভো সর্বোচ্চ উইকেটের রেকর্ড নিজের দখলে রেখেছিলেন।

২০১৬ সালের এক পঞ্জিকাবর্ষ শেষে ৮৭ উইকেট ছিল ডোয়েইন ব্রাভোর ঝুলিতে। সেই সিংহাসন কেড়ে নিয়েছিলেন রশিদ খান। জেসন হোল্ডার সাত বছর পর আবারও পুনরুদ্ধার করলেন শ্রেষ্ঠত্বের স্থান। এখন দেখার পালা তার এই রেকর্ড কতকাল থাকে অক্ষত।











