তিলক ভার্মার ইঞ্জুরিতে দুশ্চিন্তায় ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি দেরি নেই। ঠিক এমন সময়েই ভারতের শিবিরে নেমে এসেছে চোটের কালো মেঘ। এশিয়া কাপ ফাইনালের নায়ক, মিডল অর্ডারের ভরসা তিলক বর্মা গ্রোইন তথা নিম্ন উদরের গুরুতর চোটে পড়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি দেরি নেই। ঠিক এমন সময়েই ভারতের শিবিরে নেমে এসেছে চোটের কালো মেঘ। এশিয়া কাপ ফাইনালের নায়ক, মিডল অর্ডারের ভরসা তিলক ভার্মা গ্রোইন তথা নিম্ন উদরের গুরুতর চোটে পড়েছেন। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজের প্রথমাংশে তাকে ছাড়াই নামতে হতে পারে টিম ইন্ডিয়াকে।

২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার রাজকোটে বিজয় হাজারে ট্রফিতে হায়দরাবাদের হয়ে খেলতে গিয়ে হঠাৎ তীব্র শারীরিক অস্বস্তিতে পড়েন। বুধবার তার উদরের নিচে তীব্র ব্যথা শুরু হলে দ্রুত তাকে রাজকোটের গোকুল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ধরা পড়ে ‘টেস্টিকুলার টরশন’। যা চিকিৎসকদের মতে জরুরি অস্ত্রোপচার ছাড়া সামাল দেওয়া সম্ভব নয়।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ মিডিয়াকে নিশ্চিত করেন যে তিলকের অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা।

চোটের কারণে আপাতত মাঠের বাইরে থাকলেও বিশ্বকাপ নিয়ে স্বস্তির খবর রয়েছে। বোর্ড সূত্রের দাবি, পুরোপুরি সেরে উঠতে তিলকের প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। ফলে ৩১ জানুয়ারি থিরুবনন্তপুরমে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে তাঁর ফেরার সম্ভাবনা থাকছে। আর ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে পাওয়া নিয়ে তেমন কোনো শঙ্কা নেই।

তিলকের অনুপস্থিতি নিউজিল্যান্ড সিরিজে দলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে শ্রেয়াস আইয়ারের টি-টোয়েন্টি দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

গত এক বছরে ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম স্তম্ভে পরিণত হয়েছেন তিলক ভার্মা। বিশেষ করে ২০২৫ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তার অপরাজিত ৬৯ রানের ইনিংস ভারতের শিরোপা জয়ের ভিত গড়ে দেয়। সেই ধারাবাহিকতার মধ্যেই এই চোট ভারতের জন্য বড় ধাক্কা হলেও, বিশ্বকাপের আগে তাঁর সুস্থ হয়ে ওঠাই হবে এখন সবচেয়ে বড় স্বস্তির খবর।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link