বেল আগে ফেলেও নাঈমকে রানআউট করলেন মিঠুন

বল আসার আগেই বেল ফেলে দিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। তবুও আউট দিলের তৃতীয় আম্পায়ার পাকিস্তানি আসিফ ইয়াকুব। কিন্তু কেন?

বল আসার আগেই বেল ফেলে দিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। তবুও আউট দিলের তৃতীয় আম্পায়ার পাকিস্তানি আসিফ ইয়াকুব। কিন্তু কেন? মোহাম্মদ নাঈম শেখও অনফিল্ড আম্পায়ার গাজী সোহেলের কাছে জানতে চেয়েছেন এর কারণ।

ঘটনাটি ঘটে ইনিংসের অষ্টম ওভারে। মোহাম্মদ সাইফউদ্দিনের চতুর্থ বলে নাঈম শেখ বল ঠেলে দেন ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে। সেখান থেকে মারুফ মৃধা বল থ্রো করেন, নাঈম শেখ দুই রানের জন্য দৌড়াচ্ছেন তখন। কিন্তু বল ধরার জন্য ঢাকা ক্যাপিটালসের উইকেটরক্ষক মিঠুন হাত বাড়ানোর সময় তার দস্তানার স্পর্শে স্ট্যাম্প থেকে একটি বেল পড়ে যায়।

নাঈম তখনও ক্রিজ থেকে অনেকটাই দূরে। স্ট্যাম্পের উপর থেকে একটি বেল পড়ে গেলেও আরেকটি বেল ঠিকই ছিল স্বস্থানে। সেই বেলই উপড়ে ফেলেন মিঠুন বল দস্তানায় বন্দী করে। তরুণ মারুফ হতাশায় বসে পড়েন মাঠে। রানআউট মিস হয়ে গেছে, তিনিও তাই মনে করেছিলেন।

মিঠুনও ছিলেন সংশয়ে। সংশয় দূর করতে মিঠুন এগিয়ে যান লেগ আম্পায়ার গাজী সোহেলের দিকে। জানতে চান এক্ষেত্রে নিয়মটা কি? গাজী সোহেল জানান, আইসিসির আইন অনুযায়ী একটি বেলও যদি স্ট্যাম্পের উপরে অক্ষত থাকে বা পড়ে না গিয়ে থাকে- তবে ওই একট বেল উপড়ে ফেললেও আউট হবেন ব্যাটার।

এমসিসির রুলবুকে, ২৯.৩ নম্বর নিয়মে স্পষ্ট করে বলা আছে, ‘যদি একটি বেল ইতিমধ্যে পড়ে যায়, তাহলে উইকেট ভাঙার উদ্দেশ্যে অবশিষ্ট বেলটি সরিয়ে ফেললেই যথেষ্ট হবে’। অর্থাৎ এক্ষেত্রে আইনের কোন ব্যত্যয় ঘটেনি। এমনকি এই আউটকে তাই বিতর্কিত করারও সুযোগ নেই।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link