ভারতের টেস্ট ক্রিকেট যাত্রাটা শুরু হয় সেই ১৯৩২ সালে। প্রায় একশো বছরের ক্রিকেট যাত্রায় ভারত আজ ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি। ওয়ানডে ক্রিকেটেও তাঁদের ঝুলিতে আছে দুইটি বিশ্বকাপ। ভারত থেকে উঠে এসেছে অজিত ওয়াদেকার, সুনীল গাভস্কার, কপিল দেব, শচীন, সৌরভ, ধোনি কিংবা কোহলিদের মত মহাতারকারা।
টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল ভারতের। এর প্রমাণ হিসেবেই তাঁর পৌছেছে প্রথম টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে। তবে টেস্ট ক্রিকেটের শক্তিশালী এই দলটার বিপক্ষেও দারুণ সফল কয়েকজন ব্যাটসম্যান আছেন। যারা সবচেয়ে বেশি ভারতের বিপক্ষে টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন তাঁদের নিয়েই এই তালিকা।
- স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সফল ব্যাটসম্যানদের একজন স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটে এই ব্যাটারের ঝুলিতে আছে ২৭ টি সেঞ্চুরি। ৭৭ টেস্টে ৬১.৮০ গড়ে তিনি করেছেন ৭৫৪০ রান। তবে ভারতের বিপক্ষে এই ব্যাটসম্যানের পরিসংখ্যান যেনো আরো বিস্ময়কর।
ভারতের বিপক্ষে এখন অবধি ১৪ টি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। সেই ২৮ ইনিংসের ৮ টিতেই সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মিথ। ভারতের বিপক্ষে তাঁর ব্যাটিং গড় ৭২.৫৮। সবমিলিয়ে ১৪ টেস্টে তিনি করেছেন ১৭৪২ রান। ভারতের বিপক্ষে পাঁচটি হাফ সেঞ্চুরিও আছে তাঁর। এছাড়া দেশটির বিপক্ষে তাঁর সর্বোচ্চ স্কোর ১৯২ রান।
- গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ)
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা অলরাউন্ডারও তিনি। ক্যারিবীয় দেশটির হয়ে গ্যারি সোবার্স মোট ৯৩ টি টেস্ট খেলেছেন। সেখানে ব্যাট হাতে করেছেন ৭৯৯৯ রান এবং বল হাতে তুলে নিয়েছেন ২৩৫ উইকেট।
তবে ব্যাটিং করার জন্য ভারতকে বেশ পছন্দ করতেন এই গ্রেট ক্রিকেটার। বাঁহাতি এই ব্যাটসম্যানও ভারতের বিপক্ষে করেছেন ৮ টি সেঞ্চুরি। তবে তাঁর ভারতের বিপক্ষে তাঁর ব্যাটিং গড় রীতিমত অবিশ্বাস্য। ৩০ টেস্ট ইনিংসে ১৯২০ রান করেছেন ৮৩.৪৭ গড়ে। আটটি সেঞ্চুরির পাশাপাশি ভারতের বিপক্ষে সাতটি হাফ সেঞ্চুরিও আছে তাঁর। ক্রিকেটের সেরা অলরাউন্ডারের সবচেয়ে বিধ্বংসী রূপই দেখেছিল ভারত।
- ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসমান ভিভ রিচার্ডস এই তালিকার তৃতীয় সদস্য যিনি ভারতের বিপক্ষে ৮ টি টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রায় ১৫ বছর ক্রিকেট খেলেছেন এই কিংবদন্তি। ১২১ টেস্ট ম্যাচে দেশটির হয়ে ৫০.২৩ গড়ে করেছেন ৮৫৪০ রান। তাঁর ঝুলিতে আছে মোট ২৪ টি টেস্ট সেঞ্চুরি।
ভারতের বিপক্ষেও একইরকম ভয়ংকর ছিলেন এই ব্যাটসম্যান। ৪১ টেস্ট ইনিংসে ভারতের বিপক্ষে করেছে ৮ টি সেঞ্চুরি ও ৭ টি হাফ সেঞ্চুরি। ডানহাতি এই ব্যাটসম্যানের ভারতের বিপক্ষে ব্যাটিং গড় ৫০.৭১। দেশটির বিপক্ষে সর্বোচ্চ অপরাজিত ১৯২ রানের এক ইনিংসও খেলেছিলেন তিনি। সবমিলিয়ে ভারতের বিপক্ষে ভিভ রিচার্ডসের ঝুলিতে আছে ১৯২৭ রান।
- রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক ও ক্রিকেটারদের একজন রিকি পন্টিং। দেশটির হয়ে ১৬৮ টেস্টে ৫১.৮৫ গড়ে করেছেন ১৩৩৭৮ রান। তাঁর ঝুলিতে আছে ৪১ টি সেঞ্চুরি ও ৬২ টি হাফ সেঞ্চুরি।
ভারতের বিপক্ষে তাঁর ঝুলিতেও আছে আটটি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক ভারতের সাথে মোট ২৯ টি টেস্ট খেলেছেন। সেখানে ৫৪.৩৬ গড়ে পন্টিং এর সংগ্রহ ২৫৫৫ রান। ৮ টি সেঞ্চুরির পাশাপাশি ১২ টি হাফ সেঞ্চুরিও আছে দেশটির বিপক্ষে। ভারতের বিপক্ষে তাঁর সর্বোচ্চ ২৫৭ রানের একটি ইনিংসও রয়েছে।