অপারেশন ‘শাস্ত্রীর বিকল্প’

ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে একটু নতুন উচ্চতায় পৌঁছেছে ভারত দল। টেস্ট ক্রিকেটে বেশ বড় কিছু জয় পেয়েছে বিরাট কোহলিরা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের হারানো এর অন্যতম। এছাড়া অধিনায়ক বিরাট কোহলির সাথে তাঁর সম্পর্কও বেশ দারুণ। তবে রবি শাস্ত্রীর এই সময়ে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচও হেরেছে ভারত। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে হার কিংবা টেস্ট চাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেও বেশ সমালোচিত হয়েছে দলটি।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারার পর ভারতের কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর মাঝে একবার তাঁর মেয়াদ বাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছিল। এই বিশ্বকাপের পর শাস্ত্রী নিজেই আর তাঁর মেয়াদ আর বাড়াতে চান না। ফলে নতুন কোচ খুঁজতে হবে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই)। কে হবেন ভারতের নতুন কোচ? সাবেক কয়েকজন ক্রিকেটারই আছেন এর সম্ভাব্য তালিকায়।

  • রাহুল দ্রাবিড় (ভারত)

ভারত দলে তরুণ ক্রিকেটারদের যে জোয়ার তাঁর মূল কারিগর রাহুল দ্রাবিড়ই। অনূর্ধ্ব-১৯ ও ভারত এ দলের বর্তমান এই কোচ ভারতকে সাম্প্রতিক সময়ে দারুণ কিছু ক্রিকেটার এনে দিয়েছেন।

ফলে ভারতের ক্রিকেটে তরুণদের এই উত্থানের অবদান পুরোপুরি তাকেই দেয়া হয়। এছাড়া শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও তিনিই কোচ হিসেবে থাকবেন। ফলে ভারতের পরবর্তী কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নামই সবার উপরে আসে।

  • ট্রেভর বেইলিস (অস্ট্রেলিয়া)

ভারতের পরবর্তী কোচের তালিকায় থাকতে পারে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের নামও। কোচ হিসেবেও বেশ অভিজ্ঞ তিনি। শ্রীলঙ্কা, বিগ ব্যাশ ও ইংল্যান্ডের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য এসেছে ইংল্যান্ডের হাত ধরেই।

তাঁর সময়েই ২০১৯ বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড। এছাড়া আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর সময়েই দুটি শিরোপা জিতেছিল কলকাতা। ফলে ভারতের ক্রিকেটারদের সাথে ভালো একটি সম্পর্কও আছে এই কোচের। তাই তিনিও বেশ ভালো ভাবেই থাকবেন ভারতের পরবর্তী কোচের সম্ভাব্য তালিকায়।

  • টম মুডি (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার আরেক সাবেক ক্রিকেটার টম মুডিও আছেন এই তালিকায়। এই মুহুর্তে বিশ্বক্রিকেটের সবচেয়ে নামী কোচদের একজন মুডি। আইপিএলে তাঁর কোচিং এই ২০১৬ সালে শিরোপা জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ।

এছাড়া শ্রীলঙ্কার কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগেই কোচ হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন টম মুডি। ফলে তাঁকেও নিঃসন্দেহে এই তালিকায় থাকার দাবিদার।

  • বীরেন্দ্র শেবাগ (ভারত)

ক্রিকেটার হিসেবেও দারুণ আক্রমনাত্মক ছিলেন এই ওপেনার। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনার সবসময়ই আউট অব দ্য বক্স চিন্তা করেছেন।

ফলে ভারতের কোচ হিসেবে তিনি আসলেও বিষয়টা একেবারে খারাও হবেনা। এছাড়া আইপিএলেও পাঞ্জাব কিংসের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি কোচ হিসেবে এলে ভারত দলে নতুন একটি রোমাঞ্চ যোগ হতে পারে।

  • মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই বিশ্ব ক্রিকেটে নিজেকে নিয়ে গিয়েছিলেন সেরাদের কাতারে। সাবেক এই ক্রিকেটার তাঁর কোচিং ক্যারিয়ার শুরু করেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ হয়ে।

এরপর আইপিএলেও মুম্বাইয়ের কোচ হিসেবে কাজ করেন মাহেলা। ফলে তাঁরও ভারতের ক্রিকেটারদের নিয়ে ভালো জানাশোনা আছে। ফলে তিনিও ভারতের কোচ হয়ে আসতে পারেন রবি শাস্ত্রীর জায়গায়।

এখানেই শেষ নয়। আরো কয়েকটা নাম ভাসছে বাতাসে। শোনা যাচ্ছে ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে দায়িত্ব দেওয়া হতে পারে। এর বাদে সাবেক ব্যাটিং কোচ ও বর্তমানে জিম্বাবুয়ের কোচ লালচাঁদ রাজপুতের কথাও বলছেন কেউ কেউ।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link