টি-টোয়েন্টি ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলে জিম্বাবুয়ে সফরে গিয়েছে বাংলাদেশ। তাই শঙ্কা ছিলো মাত্র এক সপ্তাহের অনুশীলনে লাল বলের সাথে মানিয়ে নেওয়া নিয়ে। তবে টেস্ট শুরুর আগে অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন প্রস্তুতিতে ঘাটতি নেই কারোই।
আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে গত তিন ও চার জুলাই প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশে। দুই দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের সাথে দাপট দেখিয়েছেন বোলররাও।
আর প্রস্তুতি ম্যাচে সবার এমন পারফরম্যান্সেই চিন্তা দূর হয়েছে বাংলাদেশের অধিনায়কের। আজ (ছয় জুলাই) ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে মুমিনুল জানিয়েছেন এখন আর প্রস্তুতিতে ঘাটতি নেই কারোরই। তিনি আশাবাদী ভালো করতে।
তিনি বলেন, ‘আমি আসলেই টি-টোয়েন্টি খেলে এসে একটু চিন্তিত ছিলাম যে প্রস্তুতিটা কেমন হবে। আলহামদুলিল্লাহ চিন্তাটা অনেকটাই কমে গেছে। আপনারা যদি দেখেন এখানে আসার পর প্রায় এক সপ্তাহ লাল বলে অনুশীলন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতি ম্যাচে সবাই ভালো ব্যাটিং করেছে, বোলিং করেছে। আমার কাছে মনে হচ্ছে যেটা ঘাটতি ছিল সেটা এখন আর নেই।’
তবে প্রস্তুতিতে ঘাটতি না থাকলেও এখনো একাদশ কেমন হবে সেটা ঠিক করতে পারেনি বাংলাদেশ। কারণ এখনো হারারে স্পোর্টস ক্লাবের উইকেট দেখেননি তারা। মমিনুল জানিয়েছেন উইকেট না দেখে এখনই এই বিষয়ে কোন কিছু বলতে পারবেন না তিনি।
তিনি বলেন, ‘উইকেট না দেখে বলাটা কঠিন। তবে সাত আট বছর আগে যখন খেলে ছিলাম তখন দেখেছি পেস বোলাররা ভালো করেছে। শেষ সিরিজে পাকিস্তান যখন জিম্বাবুয়ের সাথে খেলে ছিল স্পিনার ও পেসার সবাই ভালো করেছে। উইকেটটা না দেখে কিছু বলতে পারছি না। যখন বাংলাদেশে খেলি স্পিনার বেশি থাকে। বাইরে খেললে পেসার বেশি থাকে।’
একাদশ সম্পর্কে না বললেও বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন সাত ব্যাটসম্যানের সাথে চার বোলার অথবা ছয় ব্যাটসম্যানের সাথে পাঁচ বোলার খেলাতে পারেন তারা। আর শেষ সময়ে টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়েও সিদ্বান্ত হবে উইকেট দেখার পর।
বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘এটা কন্ডিশন ও উইকেটের উপর নির্ভর করে। আমার কাছে মনে হয় চার বোলার অথবা সাত ব্যাটসম্যান খেলাবো বা পাঁচ বোলার ও ছয় ব্যাটসম্যান। আসলে বলাটা এখন কঠিন। আর রিয়াদ ভাইয়ের বিষয়ে যেটা বললেন আমরা এখনো উইকেট দেখিনি। উইকেট দেখার পর সিদ্বান্ত নেবো।’
ম্যাচ শুরুর আগের দিন এসেও সিদ্বান্ত হয়নি ওপেনার তামিম ইকবালকে নিয়েও। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করলেও এখনো পুরোপুরি ফিট নন এই ওপেনার। মুমিনুল জানিয়েছেন তামিমের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তারা।
মুমিনুল বলেন, ‘তামিম ভাইয়ের বিষয়ে যেটা বলছিলেন তামিম ভাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কালকে পর্যন্ত দেখবো। কালকে দেখার পর সিদ্বান্ত নেবো। ওনার যে চোটের অবস্থা এজন্য অপেক্ষা করতে হচ্ছে। আর কোন কিছু না। তামিম ভাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে সময় নিয়ে দেখতে হবে।’