একজন ক্রিকেটারকে বিচার করার জন্য সবচেয়ে বড় মানদণ্ড হতে পারে তাঁর ম্যাচ ইমপ্যাক্ট কতখানি। দলের কতগুলো ম্যাচ বা সিরিজ জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিশেষ করে আধুনিক ক্রিকেটে ইমপ্যাক্টফুল ক্রিকেটারদের গুরুত্ব অনেক বেশি।
আর এই ইমপ্যাক্টফুল ক্রিকেটাররাই দলের জয়ে ভূমিকা রেখে পান ম্যাচ সেরা বা সিরিজ সেরার পুরস্কার। সব মিলিয়ে এই তালিকায় জড়ো করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যকবার সিরিজ সেরার পুরস্কার পাওয়াদের।
- মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)
টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি মুত্তিয়া মুরালিধরণ একাই অনেক ম্যাচে শ্রীলঙ্কাকে জয় এনে দিয়েছেন। সিরিজেও কথাটি একইরকম সত্য। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ উইনার এই স্পিনারই। তিন ফরম্যাট মিলিয়ে মোট ১৫৫ টি সিরিজ খেলেছেন এই বোলার। এরমধ্যে ১১ বারই সিরিজ সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
- রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক রিকি পন্টিং। এই ক্রিকেটার অনেক ম্যাচেই সামনে থেকে লড়ে দলকে জয় এনে দিয়েছেন। ফলে ম্যান অব দ্য সিরিজের সেরাদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন এই ব্যাটার। তিনিও মুরালির সমান ১১ টি ম্যাচে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন।
- শিবনারায়ন চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ)
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে বেশ কয়েকজন ম্যাচ উইনার ব্যাটসম্যানকেই আমরা দেখেছি। ব্রায়ান লারা কিংবা ক্রিস গেইলদের দেশে ব্যাট হাতে রাজত্ব করতে এসেছিলেন চন্দরপলও। বাঁহাতি এই ব্যাটসম্যান দেশটির হয়ে খেলেছেন মোট ১৩৬ টি সিরিজ। সেখানে তিনিও মোট ১১ বার সিরিজ সেরা হয়েছেন।
- শন পোলক ( দক্ষিণ আফ্রিকা)
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেস বোলার শন পোলক। ব্যাট হাতেও যথেষ্ট কার্যকর ছিলেন এই পেসার। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে দেশটির সর্বোচ্চ উইকেট শিকারিদের একজন এই পেসার। ১০৭ টি সিরিজ খেলে পলকের ঝুলিতেও আছে ১১ টি ম্যান অব দ্য সিরিজ সেরার পুরস্কার।
- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
ওয়েস্ট ইন্ডিজ তথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ইমপ্যাক্টফুল ক্রিকেটারদের একজন ক্রিস গেইল। নিজের দিনে যেকোনো দলকে একাই হারিয়ে দিতে পারেন এই ব্যাটসম্যান। সবমিলিয়ে দেশটির হয়ে ১৩৮ টি সিরিজ খেলেছেন এই ক্রিকেটার। এরমধ্যে ১২ বার সিরিজ সেরা হয়েছেন ক্রিস গেইল।
- সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কার বিধ্বংসী এই ওপেনিং ব্যাটসম্যান খুব সাভাবিক ভাবেই জায়গা করে নিয়েছেন এই তালিকায়। লম্বা সময় দেশটিকে দারুণ শুরু এনে দিয়েছেন এই ওপেনার। মূলত বিশ্বক্রিকেটের ওপেনিং এর সংজ্ঞাই পাল্টে দিয়েছিলেন জয়সুরিয়া। তাঁর ২২ বছরের আন্তর্জাতিক ক্যারয়ারে মোট ১৭৬ টি সিরিজ খেলেছেন এই ব্যাটসম্যান। এর মধ্যে ১৩ বার সিরিজ সেরা ঘোষণা করা হয়েছে সনাথ জয়াসুরিয়াকে।
- সাকিব আল হাসান (বাংলাদেশ)
বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাঁ-হাতি এই অলরাউন্ডার ব্যাটিং ও বোলিং – দুই বিভাগেই অনেক ম্যাচে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ উইনার সাকিবই। বাংলাদেশের মধ্যে এখন অবধি মোট ১২৬ টি সিরিজ খেলেছেন তিনি। এরমধ্যে ১৪ বার সিরিজ সেরা হয়েছেন এই অলরাউন্ডার। তাঁর এই সংখ্যা গুলো আরো বাড়বে নিশ্চয়ই।
- জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)
দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ব্যাট ও বল দুই ডিপার্টমেন্টেই দারুণ সফল তিনি। দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ইমপ্যাক্টফুল ক্রিকেটারও তিনি। টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের পাশাপাশি আছে ২৫০ এর বেশি উইকেট। ১৪৮ টি সিরিজ খেলে মোট ১৫ বার সিরিজ সেরা হয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
- বিরাট কোহলি (ভারত)
এই মুহূর্তে তিন ফরম্যাটেই বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতের এই অধিনায়ক ইতিমধ্যেই নিজেকে নিয়ে গিয়েছেন সেরাদের কাতারে। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ১৩০ টি সিরিজ খেলেছেন এই ব্যাটসম্যান। এর মধ্যে ১৯ বার সিরিজ সেরা হয়েছেন বিরাট।
- শচীন টেন্ডুলকার (ভারত)
ভারত ও বিশ্বক্রিকেটের ইতিহাসের সেরা এই ব্যাটসম্যান সবচেয়ে বেশি বার ম্যান অব দ্য সিরিজের পুরষ্কারও জিতেছেন। ভারতের অনেক ম্যাচ জয়ের নায়ক এই ব্যাটসম্যান। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তাঁর ঝুলিতে আছে ১০০ টি সেঞ্চুরিও। তিনি ১৮৩ টি সিরিজ খেলে সিরিজ হয়েছেন ২০ বার। এখানেও তিনি সবার আগে।