২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের। অভিষেকের প্রায় পাঁচ বছর হয়ে গেলেও এখনো দলে স্থায়ী হতে পারেননি তিনি। এই অলরাউন্ডার মনে করেন এখনই দলে স্থায়ী হওয়ার সঠিক সময়। আর দলে স্থায়ী হতে ধারাবাহিক পারফরম্যান্সের উপর নজর দিচ্ছেন তিনি।
গত পাঁচ বছরে মাত্র ৩ টি টেস্টের সাথে ৩৭ টি ওয়ানডে ও ১৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোসাদ্দেক। অভিষেক টেস্টে ৭৫ রানের ইনিংস খেলার পর ব্যর্থ ছিলেন বাকি দুই ম্যাচে। আর ওয়ানডেতে ২৭.৭৩ গড়ে করেছেন ৬১০ রান ও টি-টোয়েন্টিতে তাঁর ব্যাট থেকে এসেছে ১৯.৬ গড়ে ১৯৬ রান। বল হাতেও দলের প্রয়োজনে বেশ কার্যকর তিনি।
কিন্তু বারবার দল থেকে বাদ পড়েছেন নিয়মিত পারফরম্যান্স করতে পারেননি বলে। নিজকে প্রমাণ করে দলে ফিরে আবার বাদ পড়েছেন ঐ একই কারণে। তাই এবার ধারাবাহিক হতে চান তিনি। জিম্বাবুয়ে থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এই অলরাউন্ডার জানিয়েছেন দলে প্রতিষ্ঠিত হতে ধারাবাহিক পারফরমার হওয়ার উপরে আর কিছু নাই।
মোসাদ্দেক বলেন, ‘আমরা এক সাথে যারা শুরু করছি এদের জন্য সঠিক সময় দলে প্রতিষ্ঠিত হওয়ার। সবচেয়ে বড় কথা ধারাবিহিক হওয়ার উপরে কিছু নাই। যদি আমরা পারফরমার হতে পারি। জায়গা পাকাপোক্ত হবে ও বাংলাদেশের জন্যও লাভ হবে। পারফরম্যান্সের উপর কিছুই নাই। অবশ্যই আমার পারফরম্যান্সের উপর নজর দিচ্ছি।’
জানুয়ারিতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলে ছিলেন না মোসাদ্দেক। নিউজিল্যান্ড বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও চোটের কারণে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর চোট কাটিয়ে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন তিনি।
সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ না পেলেও শেষ ম্যাচে দলের বিপর্যয়ে করে ছিলেন ৭২ বলে ৫২ রান। কিন্তু শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারেননি তিনি। জিম্বাবুয়ের সাথেও ফিনিশার হিসাবে দেখা যেতে পারে তাকে। মোসাদ্দেক জানিয়েছেন এখন যেই রোলই থাকুক তিনি চেষ্টা করবেন সেই দায়িত্ব শেষ করার।
এই অলরাউন্ডার বলেন, ‘আসলে নিউজিল্যান্ড সিরিজে যখন চোট পাই এরপর চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলি। শেষ ম্যাচটাতে আমি মনে করি খুব ভালো ব্যাটিং করেছি যদিও শেষ করতে পারি নাই। এখন রোলটা থাকবে যখন দায়িত্ব পাবো সেটা শেষ করার।’
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে বড় ব্যবধানে জেতার পর এখন ওয়ানডে সিরিজের দিকে চোখ বাংলাদেশের। কিন্তু দলের কম্বিনেশনের কারণে ওয়ানডেতে অনেকটাই নির্ভার বাংলাদেশ। মোসাদ্দেক জানিয়েছেন দলে চার অভিজ্ঞ ক্রিকেটারের সাথে তরুণরা থাকার কারণে বাংলাদেশের অবস্থান খুব ভালো। তিনি মনে করেন বাংলাদেশ অনেক দলের থেকেই এগিয়ে আছে এখন।
তিনি বলেন, ‘আমাদের দলটা দেখেন, ওয়ানডেতে বিশেষ করে অনেক দলের থেকে এগিয়ে আছি। দলে যে চার জন অভিজ্ঞ ক্রিকেটার আছে এবং তরুণ যারা আছে এটা অন্যন্য অনেক দলেই হয়তো নাই। এই দিক থেকে আমি মনে করি যে আমাদের অবস্থান খুব ভালো। ব্যাটিং বোলিং দুটোই করতে পারে এরকম অপশন আমাদের অনেক বেশি। এটা দলের জন্য ভালো দিক।’