দেশের বাইরে দেশসেরা

দেশের বাইরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আসলে কতটা ভালো দল। কিংবা দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলারই বা কে? এখনো বড় দল গুলোর সাথে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলাই থাকে আমাদের লক্ষ্য। হাতে গোনা কয়েকটা পারফর্মেন্স বাদে টেস্টে দেশের বাইরে আমাদের ভালো কোনো স্মৃতি নেই।

দেশের বাইরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আসলে কতটা ভালো দল। কিংবা দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলারই বা কে? এখনো বড় দল গুলোর সাথে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলাই থাকে আমাদের  লক্ষ্য। হাতে গোনা কয়েকটা পারফর্মেন্স বাদে টেস্টে দেশের বাইরে আমাদের ভালো কোনো স্মৃতি নেই।

ভালো সেই পারফর্মেন্স গুলোও মূলত এসেছে ব্যাটসম্যানদের কাছ থেকেই। তবুও খুঁজে বের করা যাক দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলার কারা! টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশি বোলারদের নিয়েই খেলা ৭১-এর এবারের আয়োজন। ছয় জনের তালিকায় প্রথম পাঁচজনই স্পিনার।

  • সাকিব আল হাসান

বিদেশের মাটিতে বাংলাদেশের সবচেয়ে বড় পারফর্মার নি:সন্দেহে অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতেও তিনি বাকিদের থেকে অনেকটা এগিয়ে। দেশের বাইরে খেলা ২০ টেস্টে ৩০.৮০ গড়ে তাঁর ঝুলিতে আছে ৭৩ উইকেট। এর মধ্যে সবচেয়ে বেশি উইকেট এসেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২১ টি। দক্ষিণ আফ্রিকায়ও ১১ টি উইকেট আছে তাঁর। বিদেশের মাটিতে সাকিব পাঁচ উইকেট নিয়েছেন মোট পাঁচ বার। তিনি বিদেশের বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি।

  • মেহেদী হাসান মিরাজ

ক্যারিয়ারের অল্প  সময়েই এই তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিবের বোলিং পার্টনার মিরাজ। সবমিলিয়ে ২৭ টেস্টে তাঁর ঝুলিতে আছে ১১৩ উইকেট। এর  মধ্যে দেশের বাইরে খেলেছেন ১৪ টি টেস্ট। বিদেশে খেলা ১৪ টেস্টে মিরাজ তুলে নিয়েছেন ৪২ টি উইকেট। এর মধ্যে শ্রীলঙ্কায় ৪ টেস্ট খেলে নিয়েছেন ১৪ উইকেট। এছাড়া দেশের বাইরে পাঁচ উইকেট নিয়েছেন মোট ২ বার।

  • মোহাম্মদ রফিক

মোহাম্মদ রফিক বাংলাদেশের হয়ে মোট ৩৩ টেস্ট খেলে তুলে নিয়েছেন ১০০ উইকেট। এর মধ্যে দেশের বাইরে খেলেছেন ১৫ টি টেস্ট। সেখানে ৫১.৫৮ গড়ে তাঁর ঝুলিতে আছে ৩৪ উইকেট। মোহাম্মদ রফিক দেশের বাইরে পাঁচ উইকেট নিয়েছেন মোট তিনবার।

  • তাইজুল ইসলাম

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল স্পিনার তাইজুল ইসলাম। এখন অবধি খেলা ৩৩ টেস্টে তাঁর ঝুলিতে আছে ১৩৪ উইকেট। দেশের বাইরেও ১২ টেস্ট খেলে নিয়েছেন মোট ২৯ উইকেট। ওয়েস্ট ইন্ডিজে তাঁর ঝুলিতে আছে ১১ উইকেট। এছাড়া দেশের বাইরে ২ বার পাঁচ উইকেট নেয়ার কৃতিত্বও আছে তাঁর।

  • মাহমুদউল্লাহ রিয়াদ

পার্টটাইম স্পিনার হলেও, মাহমুদউল্লাহ রিয়াদও আছেন দেশের বাইরে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায়। মোট ৫০ টেস্টে তাঁর ঝুলিতে আছে ৪৩ উইকেট। এর মধ্যে দেশের বাইরে ২৫ টেস্ট খেলে নিয়েছেন ২৮ উইকেট। দেশের বাইরে একবার ৫ উইকেট নেয়ার কৃতীত্বও আছে তাঁর। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তাঁর ঝুলিতে আছে ১৬ টি উইকেট।  বোঝাই যাচ্ছে, সদ্য টেস্টকে বিদায় জানানো রিয়াদ দেশের চেয়ে দেশের বাইরেই বেশি সফল ছিলেন।

  • শাহাদাত হোসেন রাজিব

এই তালিকায় একমাত্র পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন শাহাদাত হোসেন রাজিব। বাংলাদেশের হয়ে খেলা মোট ৩৮ টেস্টে তিনি নিয়েছেন ৭২ টি উইকেট। এর মধ্যে দেশের বাইরে ১৬ টেস্ট খেলে তাঁর ঝুলিতেও আছে ২৮ টি উইকেট। দেশের বাইরে শ্রীলঙ্কায় তাঁর ঝুলিতে আছে সর্বোচ্চ ১১ উইকেট। এছাড়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মাটিতেও যথাক্রমে নিয়েছেন ৬ ও ৫ উইকেট। বিদেশের একবার পাঁচ উইকেট ও নিয়েছেন এই পেসার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...