হিট উইকেট বনাম বাংলাদেশ

হিট উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে আজকাল প্রায় নিয়মিতই ঘটে। কখনো ব্যাটসম্যানের অসর্কতায় কিংবা কখনো বোলারের দক্ষতাতেও হিট আউট হতে পারে। অনেক সময় বোলারদের গতি, বাউন্স কিংবা স্কিল সামলাতে গিয়ে ব্যাটসম্যান নিজের ভারসাম্য রাখতে পারেন না। আবার কখনো বোলাররা বাধ্য করেন ব্যাকফুটে খেলতে। এরকম নানা কারণেই হিট উইকেট হতে দেখা যায়।

আন্তর্জাতিক ক্রিকেটে হিট উইকেটের অসংখ্য নজীর আছে। এর মধ্যে কেবল বাংলাদেশের বিপক্ষে হিট উইকেটের শিকার হয়েছেন সাত জন। সেসব আউট নিয়েই এবারের আয়োজন।

  • ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে)

আজ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হিট আউট হয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। হারারে স্টেডিয়ামে টেইলর দারুণ শুরু করলেও হঠাৎই তাঁর ব্যাট স্ট্যাম্পে আঘাত করে। ফলে শরিফুল ইসলামের বলে হিট উইকেট হয়ে ফিরে যান টেইলর।

জিম্বাবুয়ের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান দেশটির হয়ে মোট ২০০ ওয়ানডে ম্যাচ খেলেছেন। সেখানে ৩৫.৬১ গড়ে তাঁর ঝুলিতে আছে ৬৫৫৪ রান। ওদিকে ৩৪ টেস্ট ও ৪৫ টি-টোয়েন্টি ম্যাচেও যথাক্রমে ২৩২০ ও ৯৩৪ রানের মালিক টেইলর।

  • ইমাম উল হক (পাকিস্তান)

২০১৯ বিশ্বকাপে লর্ডসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে হিট আউট হন ইমাম উল হক। পাকিস্তানের এই ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমানের বলে হিট আউট হয়েছিলেন। সেটা ছিল সেই বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ।

পাকিস্তানের হয়ে এই ব্যাটসম্যান ৪৬ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সেখানে প্রায় ৫০ গড়ে তাঁর ঝুলিতে আছে ২০২৩ রান।

  • আমজাদ জাভেদ ( সংযুক্ত আরব আমিরাত)

২০১৬ সালে বাংলাদেশের বিপক্ষে হিট আউট হয়েছিলেন আরব আমিরাতের এই ব্যাটসম্যান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই টি-টোয়েন্টি ম্যাচে বোলার হিসেবে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এছাড়া আরব-আমিরাতের এই অলরাউন্ডার ২২ টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ২৭১ রান ও বল হাতে নিয়েছেন ৩৩ টি উইকেট। আমজাদ জাভেদ ১৫ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচও খেলেছেন।

  • ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ)

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামিও বাংলাদেশের বিপক্ষে হিট আউট হয়েছেন। ২০১১ সালে মিরপুরে একটি টেস্ট ম্যাচে এই ঘটনা ঘটে। বোলার হিসেবে ছিলেন সাকিব আল হাসান।

ওদিকে ৩৮ টেস্ট খেলে স্যামির ঝুলিতে আছে ১৩২৩ রান ও ৮৪ উইকেট। ওদিকে ১২৬ ওয়ানডে ম্যাচেও ১৮৭১ রানের পাশাপাশি আছে ৮১ উইকেট।

  • ম্যালকম ওয়ালার (জিম্বাবুয়ে)

বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের এই ব্যাটসম্যানও হিট আউট হয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে। ২০১১ সালে একটি ওয়ানডে ম্যাচে রুবেল হোসেনের বল হিট উইকেট হয়েছিলেন তিনি।

দেশটির হয়ে ৭৯ ওয়ানডে ম্যাচে ১২৫৯ রানের পাশাপাশি নিয়েছেন ১০ টি উইকেট। এছাড়া ১৪ টেস্টেও তাঁর ঝুলিতে আছে ৫৭৭ রান। ৩২ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৬১৩ রান।

  • রায়ান অস্টিন (ওয়েস্ট ইন্ডিজ)

রায়ান অস্টিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র দুটি টেস্ট খেলেছিলেন। এই স্পিনার তাঁর মধ্যে একটিতে বাংলাদেশের বিপক্ষে হয়েছিলেন হিট আউট। ২০০৯ সালে গ্রেনাডাতে একটি টেস্ট ম্যাচে শাহাদাত হোসেনের বলে এভাবে আউট হন অস্টিন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা দুই টেস্টে অস্টিনের ঝুলিতে আছে তিন উইকেট। দেশটির হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলার সুযোগ হয়নি তাঁর।

  • রায়ান ওয়াটসন (স্কটল্যান্ড)

রায়ান ওয়াটসন স্কটল্যান্ডের একজন অলরাউন্ডার। ২০০৬ সালে চট্টগ্রামে একটি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হিট আউট হয়েছিলেন তিনি। বোলার ছিলেন মাশরাফি বিন মুর্তজা।

স্কটল্যান্ডের হয়ে ৩৫ ওয়ানডে ও ১০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ৯৫৬ রানের পাশাপাশি তাঁর ঝুলিতে আছে ১২ উইকেট।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link