হঠাৎ করেই পরিবর্তন করা হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি। নিজেদের ভিতর আলোচনা করেই সূচি পরিবর্তন করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে জেডসি।
নতুন সূচি অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২২ জুলাই থেকে। ২২ জুলাই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জুলাই ও ২৫ জুলাই। তবে সূচি পরিবর্তন হলেও ম্যাচের ভেন্যু পরিবর্তন হয়নি। সব গুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে।
আগের সূচি অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিলো ২৩ জুলাই। দ্বিতীয় ম্যাচ অনুষ্টিত হওয়ার কথা ছিল ২৫ জুলাই ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হতো ২৭ জুলাই। জানা গেছে, মূলত ব্রডকাস্ট প্রোডাকশন কোম্পানির অনুরোধেই সিরিজের সূচি পরিবর্তন করা হয়েছে।
টি-টোয়েন্টি সিরিজের সূচি পরিবর্তন হলেও ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে যথা সময়েই। আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দেড়টায় সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। একমাত্র টেস্টেও বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:
প্রথম টি-টোয়েন্টি: ২২ জুলাই – বিকাল ৪টা ৩০ মিনিট।
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৩ জুলাই – বিকাল ৪টা ৩০ মিনিট।
তৃতীয় টি-টোয়েন্টি: ২৫ জুলাই – বিকাল ৪টা ৩০ মিনিট।
- বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: তামিম ইকবাল, নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন দাস, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।