পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া। বিকাল সাড়ে চারটায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় অজিরা। বিমানবন্দর থেকেই সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
হোটেলে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে অজি ক্রিকেটারদের। আজ সকালে জিম্বাবুয়ে থেকে ফিরে হোটেল ইন্টারকন্টিনেন্টালেই তিন দিনের কোয়ারেন্টাইনে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী সিরিজ চলাকালীন সময়ে এই হোটেলে বাইরের কেউ প্রবেশ করতে পারবে না।
শুধু মাত্র হোটেলের ক্ষেত্রেই এমন শর্ত দেয়নি অজিরা। সিরিজের ভেন্যু শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল প্রবেশদ্বার দিয়ে বিসিবির কোন কর্মকর্তা বা মাঠকর্মীরা মাঠে প্রবেশ করতে পারবে না। কোন মাঠকর্মী বিশেষ প্রয়োজনে মাঠে প্রবেশ করলেও পাঁচ মিটার দুরুত্ব বজায় রাখতে হবে।
অস্ট্রেলিয়া শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশের দল নির্বাচনের ক্ষেত্রেও। সিরিজ শুরুর আগে দশ দিনের কোয়ারেন্টাইন করেনি এমন কাউকে বাংলাদেশের স্কোয়াডেও নেওয়া যাবেনা। যার কারণে জিম্বাবুয়ে সফরে জৈব সুরক্ষা বলয়ে থাকা ক্রিকেটাররাই শুধু এই সিরিজে খেলতে পারবেন। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে শর্ত হলো ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা ক্রিকেটাররা শুধু স্কোয়াডে রয়েছেন।
অস্ট্রেলিয়ার শর্তের কারণেই অভিজ্ঞ মুশফিকুর রহিমকে এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে শুধু টেস্ট খেলেই দেশে ফিরে আসা মুশফিক জৈব সুরক্ষা বলয়ের বাইরে রয়েছেন। এমনকি হোটেলে দশ দিনের কোয়ারেন্টাইনও করেনি তিনি। এছাড়া জৈব সুরক্ষা বলয়ের বাইরে রয়েছেন আমিনুল ইসলাম বিপ্লবও।
এই স্পিনারও দশ দিনের কোয়ারেন্টাইনে না থাকার কারণে এই সিরিজ খেলতে পারবেন না। বাবার মৃত্যু সংবাদ শুনে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে ছিলেন বিপ্লব। পারিবারিক কারণে জৈব সুরক্ষা বলয়ের বাইরে আছেন লিটন দাসও। তাকেও এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ।
আর এই সিরিজ থেকে আগেই নাম প্রত্যহার করে নিয়েছেন তামিম ইকবাল। সমস্য শুধু বাংলাদেশেরই নয়ই। অস্ট্রেলিয়ারও কয়েক জন নিয়মিত ক্রিকেটার এই সিরিজে থাকছেন না। এই সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন, কেন রিচার্ডসন, ডি’আর্কি শর্ট, ঝাই রিচার্ডসন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও প্যাট কামিন্স।
মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জৈব সুরক্ষা বলয়ের ধকল কাটাতেই এই সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন তারা। আর হাটুর চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচি
- প্রথম টি-টোয়েন্টি: ৩ আগস্ট
- দ্বিতীয় টি-টোয়েন্টি: ৪ আগস্ট
- তৃতীয় টি-টোয়েন্টি: ৬ আগস্ট
- চতুর্থ টি-টোয়েন্টি: ৭ আগস্ট
- পঞ্চম টি-টোয়েন্টি: ৯ আগস্ট