রানার নিয়ে কীর্তি গড়ি

আন্তর্জাতিক ক্রিকেটে রানার এখন প্রায় ভুলে যাওয়া এক নাম। একটা সময় নিয়মিতই বাইশ গজে ব্যাটসম্যানের হয়ে রানারকে দৌঁড়াতে দেখা যেত। কোন ব্যাটসম্যান চাইলে কিংবা ইনজুরির কারণে রানার ব্যবহার করতে পারতো। তবে ব্যাটসম্যানদের এই রানার ব্যবহারের নিয়ম নিয়ে তর্ক-বিতর্ক হয়েছিল বেশ।

ফলে, ২০১১ সালে রানার ব্যবহারের এই নিয়ম বাতিল করে আইসিসি। নিয়ম বাতিল হবার আগে রানার নিয়ে ব্যাট করেও দারুণ সব ইনিংস খেলার কীর্তি আছে অনেক ব্যাটসম্যানের। ভারতেরও এমন কয়েকজন ব্যাটসম্যান আছেন যারা রানার নিয়ে স্মরণীয় কিছু ইনিংস খেলেছিলেন। সেই সব ইনিংস নিয়েই এই আয়োজন।

  • ভিভিএস লক্ষ্মণ

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যানদের একজন ভিভিএস লক্ষ্মণ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে ভারতের সেরাদের একজন এই ব্যাটার। প্রিয় প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে করেছেন রানের পর রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষেই ঘরের মাঠে এক টেস্টে ম্যাচ জয় করা ইনিংস খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার দেয়া ২১৬ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুতই উইকেট হারাতে থাকে ভারত। একটা সময় ১২৪ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে ভারত। সেই সময় সুরেশ রায়নাকে রানার হিসেবে ব্যবহার করেন তিনি। ওই ইনিংসে একাই ৭৩ রানের এক লড়াকু ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি।

  • বীরেন্দ্র শেবাগ

ভারতের তথা বিশ্বক্রিকেটে অন্যতম সেরা ওপেনারদের একজন বীরেন্দ্র শেবাগ। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুলে বহুবার ভারতকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছেন। ওদিকে তাঁর সাথে গৌতম গম্ভীরের ওপেনিং পার্টনারশিপও সম পরিমান সফল।

২০১১ বিশ্বকাপেও এই দুইজন ভারতের হয়ে ওপেন করেছেন। তবে সেই বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শেবাগের রানার হিসেবে দেখা গিয়েছিল গম্ভীরকে। সেই ম্যাচে ১৭৫ রানের বিশাল এক ইনিংস খেলেছিলেন শেবাগ। তবে সেঞ্চুরি ছোঁয়ার পরেই গম্ভীরকে রানার হিসেবে নিয়ে এসেছিলেন তিনি।

  • মহেন্দ্র সিং ধোনি

ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়কদের একজন মহেন্দ্র সিং ধোনি। ভারতের অধিনায়ক হিসেবে বিশ্বের প্রায় সব আন্তর্জাতিক শিরোপাই জিতেছেন তিনি। এছাড়া ব্যাটসম্যান ধোনিও ছিলেন সেরাদের সেরা।

ওয়ানডে ক্রিকেটে তাঁর সর্বোচ্চ ১৮৩ রানের অপরাজিত একটি ইনিংস আছে। ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই ইনিংস খেলেন তিনি। সেই ম্যাচে বিধ্বংসী ধোনির রানার হিসেবে ছিলেন বীরেন্দ্র শেবাগ।

  • ভিভিএস লক্ষ্মণ

এই তালিকায় দ্বিতীয়বারের মত জায়গা করে নিলেন ভিভিএস লক্ষ্মণ। তবে এবার তাঁর রানার হিসেবে ছিলেন ভারতের আরেক কিংবদন্তি ব্যাটসম্যান গৌতম গম্ভীর।

২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আবারো একটি গুরুত্বপূর্ণ টেস্ট ইনিংস খেলেন তিনি। ভারতের ব্যাটিং লাইন আপ দ্রুতই ধসে যাওয়ার পরে ইশান্ত শর্মাকে নিয়ে দলের হাল ধরেন তিনি। সেই সময় লক্ষ্মণ ও ইশান্ত দুইজনেরই রানার ছিল। লক্ষ্মনের রানার হিসেবে নেমেছিলেন গম্ভীর।

  • মহেন্দ্র সিং ধোনি

ভারতের সাবেক এই অধিনায়ক আবারও জায়গা করে নিয়েছেন এই তালিকায়। তবে এবার তাঁর রানার হিসেবে আছেন যুবরাজ সিং। ধোনি ও যুবরাজের ব্যাটিং জুটি পুরো ক্রিকেট বিশ্বেই বেশ পরিচিত। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তাঁদের সেই জুটি তো অবিস্মরণীয়।

তবে সেবার রানার হিসেবে ধোনির সাথে ছিলেন যুবরাজ। ধোনি ও দীনেশ কার্তিক মিলে সেদিন করেছিলেন ১০৭ রানের জুটি। সেই ম্যাচে ১০৬ বলে ৯১ রানের ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link