রিজওয়ান-শাদাবদের বকা-ঝকা করেন বাবর!

বোলারদের পরামর্শ দেওয়ার জন্য রিজওয়ান আর শাদাব খানকে নাকি কয়েকবার কড়া কথা শুনিয়েছিলন বাবর!

বিশ্বকাপে শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। প্রথম দুই ম্যাচে জিতে রীতিমত উড়ছিল বাবর-রিজওনারা। তবে পাকিস্তানের সেই উড়ন্ত যাত্রা থেমে গেছে টানা তিন পরাজয়ে। 

দলের এমন ধারাবাহিক ব্যর্থতায় অনুমিতভাবেই চাপের মুখে পড়েছেন অধিনায়ক বাবর আজম৷ তবে এরই মধ্যে এবার তাঁকে নিয়ে গুরুতর অভিযোগ আনলেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। বোলারদের পরামর্শ দেওয়ার জন্য রিজওয়ান আর শাদাব খানকে নাকি কয়েকবার কড়া কথা শুনিয়েছিলন বাবর!

এমনটাই জানিয়েছেন সাবেক এ পেসার৷  মূলত, চলতি বছরে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন বোলিং কোচ হিসেবে কয়েকটা সিরিজে কাজ করেছিলেন উমর গুল। আর সেই স্বল্প সময়ের স্মৃতি টেনেই সাবেক এই পেসার স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে এমন অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমি এক, দুইবার দেখেছি। বোলারদের পরামর্শ দেওয়ার জন্য রিজওয়ান, শাদাব খানদের তিরস্কার করেছিল বাবর। তাদের মূলত, বোলারদের সাথে কথা বলতে মানা করা হয়েছিল৷ তবে ঐতিহ্যগত ভাবে দেখলে, সিনিয়র ক্রিকেটাররাই বোলারদের মেন্টরিং করে থাকে।’

তবে দলের এমন অবস্থা থেকেও যে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে সেটি বিশ্বাস করেন উমর গুল। তিনি বলেন, ‘বড় ইভেন্টে ভুল করার কোনো সুযোগ নেই। ভুল থেকে দ্রুত শিখতে, আর সেটার ছাপ টুর্নামেন্টে রাখতে হবে। পাকিস্তানের এই দলে প্রতিভার অভাব নেই। তাদের শুধু ম্যাচের পরিস্থিতি বুঝে পরিকল্পনা করতে হবে।’

তিনি আরো যুক্ত করে বলেন, ‘পাকিস্তান ছোট দল নয়। আমাদেরও ভাল খেলোয়াড় আছে। আশা করি, পরের ম্যাচগুলোতে কোনো সমস্যা হবে না। ঘুরে দাঁড়িয়ে তাদের শেষ চারে জায়গা করে নেওয়ার সামর্থ্য আছে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...