বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে উত্তেজনা ছিল সেটিকে একেবারে ধুলোয় মিশিয়ে দিলেন বাবর আজম ও মোহম্মদ রিজওয়ান। ভারতকে রীতিমত উড়িয়েই দিলেন এই দুই ওপেনার। ম্যাচের শুরুতে শাহীন শাহ আফ্রিদি প্রথম আঘাতটা করেছিলেন। তবে ব্যাট করতে নেমে এই দুই ওপেনার যা দেখিয়েছেন তা ক্রিকেট দুনিয়া মনে রাখবে লম্বা সময়। টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর ও রিজওয়ান ওপেনার হিসেবে যেনো পাকিস্তান ক্রিকেটে এক বিপ্লব এনে দিয়েছেন।
এই প্রথম কোন বিশ্বকাপে ভারতকে হারালো পাকিস্তান। এর আগে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সব বিশ্বকাপ মুখোমুখিতেই জয়ের মুখ দেখেছে ভারত। এবারো বিরাট কোহলির নেতৃত্বে শক্তিশালী এক ভারত দলই নেমেছিল। তবে পাকিস্তানের প্রথম অধিনায়ক হিসেবে ভারতের বিপক্ষে জয়টা এনে দিলেন বাবর আজম।
অধিনায়ককে সঙ্গ দিয়েছেন আরেক ওপেনার রিজওয়ান। পাকিস্তানের দশ উইকেটের এই জয়ে ওলট পালট হয়েছে রেকর্ড বইয়ের পাতা। সেগুলোতেই চোখ বুলাবে খেলা ৭১।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে পাঁচ বার। এছাড়া সব বিশ্বকাপ ম্যাচ মিলিয়ে এই দুই দল মুখোমুখি হয়েছি মোট ১২ বার। সবগুলোতেই শেষ হাসি হেসেছিল ভারত। তবে ১৩ তম ম্যাচে এসে সেই ধারায় দেয়াল হয়ে দাঁড়াল বাবর আজমরা। প্রথমবারের মত কোন বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে তুলে নিল জয়।
ভারতের দেয়া ১৫২ রানের টার্গেটে পাকিস্তান পৌছেছে কোন উইকেট না হারিয়েই। এটিও টি-টোয়েন্টি ক্রিকেটে কোন উইকেট না হারিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান চেজ করার রেকর্ড। এর আগে নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষেই কোন উইকেট না হারিয়ে পাড়ি দিয়েছিল ১৬৯ রানের টার্গেট। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও বাবর-রিজওয়ানের এই জুটিই সর্বোচ্চ ওপেনিং জুটি।
বাবর আজম ও মোহম্মদ রিজওয়ান এই নিয়ে পাকিস্তানের হয়ে তিন বার ১৫০ রানের ওপেনিং জুটি গড়লেন। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০+ রানের ওপেনিং জুটি করার রেকর্ড আছে শুধু রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের। এছাড়া ভারতের বিপক্ষে এটিই একমাত্র ১৫০ রানের জুটি।
বাবর আজম ভারতের বিপক্ষে ৬৮ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছেন। এটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কোন অধিনায়কের সর্বোচ্চ ইনিংস। এর আগে শোয়েব মালিকের ৫৭ রানের ইনিংসই ছিল সর্বোচ্চ। এছাড়া রিজওয়ানের ৭৯ রানের ইনিংসও টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক ম্যাচে কোন পাকিস্তানি ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।
ওদিকে শাহীন আফ্রিদিও গড়েছেন এক বিরল রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ওভারে তিনি মোট ২২ টি উইকেট নিয়েছেন। ২০১৮ সালে তাঁর অভিষেকের পর থেকে প্রথম ওভারে আর কারো ১৩ টির বেশি উইকেট নেই।