আগারওয়াল শো চলছে

দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে মায়াঙ্ক আগারওয়াল অনবদ্য ইনিংস  খেলেন। আজাজ প্যাটেলের বোলিং দাপটের পরেও নিউজিল্যান্ডকে ৫৪০ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় ভারত। তৃতীয় দিনশেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪০ রান। মুম্বাই টেস্টে জয় পেতে ভারতের দরকার আর মাত্র ৫ উইকেট।

আগের দিনের বিনা উইকেটে ৬৯ রান নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে দুই ওপেনার আগারওয়াল ও পুজারা মিলে গড়েন সেঞ্চুরির জুটি। একপ্রান্তে ফিফটি তুলে নেন আগারওয়াল। এরপর দলীয় ১০৭ রানে ব্যক্তিগত ৬২ রানে আজাজ প্যাটেলের শিকার হয়ে আগারওয়াল ফিরলে প্রথম উইকেটের পতন ঘটে ভারতের। অল্প সময়ের ব্যবধানেই ফিরেন আরেক ওপেনার চেতেশ্বর পুজারা। টানা ব্যর্থতার মাঝে ওপেনিংয়ে এসে খেলেন ৪৭ রানের ইনিংস।

এরপর তৃতীয় উইকেটে বিরাট কোহলির সাথে ৮২ রানের জুটি গড়েন শুভমান গিল। দু’জনে মিলে নিউজিল্যান্ডের সামনে গড়ে তুলছিলেন পাহাড়সম লক্ষ্য। এরপর আজাজ ও রাচিন রবীন্দ্রর স্পিন ঘূর্নিতে নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত। ১৯৭ রানে ২ উইকেট থেকে ২৩৮ রানে ৬ উইকেট হারায় ভারত।

সপ্তম উইকেটে অক্ষর প্যাটেল ও জয়ন্ত যাদবের ৩৮ রানের জুটি ২৭৬ রানে থামলে ইনিংস ঘোষণা করে ভার‍ত। শেষদিকে ২৬ বলে ৪১ রানের ক্যামিও খেলেন অক্ষর! নিউজিল্যান্ডের পক্ষে আজাজ ৪ টি ও রাচিন রবীন্দ্র শিকার করেন ৩ উইকেট।

নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫৪০ রানের! জবাবে ব্যাট করতে নেমে অশ্বিনের স্পিন ভেলকিতে শুরু থেকেই উইকেট হারায় সফরকারীরা। ড্যারেল মিশেল প্রতিরোধ গড়লেও বাকিরা ছিলেন যাওয়া আসার মিছিলে। দিনশেষে ৫ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ভারতের পক্ষে একাই তিন উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এই টেস্টে জয় পেতে ভারতের দরকার আর মাত্র ৫ উইকেট, অপরদিকে, নিউজিল্যান্ডের প্রয়োজন এখনো ৪০০ রান।

  • সংক্ষিপ্ত স্কোর

টস: ভারত

ভারত (প্রথম ইনিংস) – ৩২৫/১০ (১০৯.৫ ওভার); আগারওয়াল ১৫০(৩১১), অক্ষর ৫২(১২৮), গিল ৪৪(৭১); আজাজ ৪৭.৫-১২-১১৯-১০।

ও দ্বিতীয় ইনিংস – ২৭৬/৭ (৭০ ওভার); আগারওয়াল ১০৮(৬২), পুজারা ৪৭(৫১), গিল ৪৭(৭৫), অক্ষর ৪১(২৬); আজাজ ২৬-৩-১০৬-৪, রাচিন ১৩-২-৫৬-৩।

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) – ৬২/১০ (২৮.১ ওভার); জেমিসন ১৭(৩৬), ল্যাথাম ১০(১৪); অশ্বিন ৮-২-৮-৪, সিরাজ ৪-০-১৯-৩, অক্ষর ৯.১-৩-১৪-২, জয়ন্ত যাদব ২-০-১৩-১।

ও দ্বিতীয় ইনিংস – ১৪০/৫ (৪৫ ওভার); অশ্বিন ১৭-৭-২৭-৩, প্যাটেল ১০-০-৪২-১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link