ফেব্রুয়ারিতে ফিরছেন সিডন্স

বাংলাদেশের ক্রিকেটে খুব উল্লেখযোগ্য এক নাম জেমি সিডন্স। লম্বা একটা সময় জাতীয় দলের প্রধাণ কোচ ছিলেন তিনি। আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন এই অস্ট্রেলিয়ান। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে আসছেন সিডন্স। আজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

২০০৭ সালে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন সিডন্স। এরপর ২০১১ সালে চুক্তি শেষ হলে বিদায় নেন। তার সময়েই ক্যারিয়ারের সেরা ছন্দটা খুজে পেতে শুরু করেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। এক অর্থে বাংলাদেশের ক্রিকেটের আধুনিক হয়ে ওঠাটা শুরু হয় সিডন্সের সময়ে।

বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সলেন্সের দায়িত্বে ছিলেন সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। এরপর অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শকও ছিলেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তী ব্যাটসম্যান মনে করা হয় সিডন্সকে।

বাংলাদেশে তার সময়টা একেবারে নিষ্কন্টক ছিলো না। বিশেষ করে আইসিএলের ধাক্কা সামলাতে হয়েছিলো তাকে। সেই ধাক্কা সামলে বাংলাদেশ দলকে জয়ের ধারায় নিয়ে এসেছিলেন এই কোচ।

এবার অবশ্য অন্য ভূমিকায় আসছেন সিডন্স। আজ সংবাদ সম্মেলনে তার আসার চলমান গুঞ্জনের সত্যতা জানান বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘আপনারা হয়ত অনেকেই জানেন, সিডন্স আমাদের ব্যাটিং পরামর্শক হিসেবে আসছেন। আশা করছি, সে ফেব্রুয়ারিতে আমাদের সঙ্গে কাজ শুরু করবে।’

বর্তমানে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন অ্যাশওয়েল প্রিন্স। সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান প্রিন্সের কাজে খুব সন্তুষ্ট না হলেও তাকে নিয়েই পথ চলছে বাংলাদেশ দল। এখন নিশ্চিত হয়ে গেলো যে, প্রিন্সের সঙ্গে আর বেশিদিন থাকতে চায় না বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link