সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ৩-০ তে সিরিজ জিতে নিলো ভারত। ভারতের দাপটে সামনে তিন ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করে ধবলধোলাই হলো ক্যারিবীয়রা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬ রানেই রোহিত শর্মাকে হারিয়ে বিপাকে পড়ে ভারত। একই ওভারে বিরাট কোহলিকেও শূন্য রানে ফেরান আলজারি জোসেফ! এরপর দ্রুতই ফিরেন শিখর ধাওয়ানও! মাত্র ৪২ রানে টপ অর্ডারের তিনজনকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। এরপর চতুর্থ উইকেটে শ্রেয়াস আইয়ার ও ঋষাভ পান্তের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। দু’জনে মিলে যোগ করেন ১১০ রান! এই জুটির পথে পান্ত ও আইয়ার দু’জনেই তুলে নেন ব্যক্তিগত ফিফটি। এরপর ১৫২ রানে পান্ত ৫৪ বলে ৫৭ রানে ফিরলে দ্রুতই আউট হন সুরিয়াকুমার যাদবও!
এরপর দলীয় ১৮৭ রানে ব্যক্তিগত ৮০ রানে আইয়ার আউট হলে ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিকরা। সপ্তম উইকেটে দিপক চাহার ও ওয়াশিংটন সুন্দরের ৫৩ রানের জুটি চ্যালেঞ্জিং স্কোর এনে দেয় ভারতকে। ২৪০ রানে ৭ উইকেট থেকে ২৫ রান যোগ করতে নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রানে গুড়িয়ে যায় ভারত।
২৬৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। দলীয় ১৯ রানে শাই হোপ আউটের পর ২৫ রানে একই ওভারে ফিরেন বেন্ডন কিং ও শামরাহ ব্রুকস। ২৫ রানে ৩ উইকেট হারিয়ে তখন চরম বিপাকে ক্যারিবীয়রা। এরপর চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়ে দলকে আশা দেখান নিকোলাস পুরান ও ড্যারেন ব্রাভো। তবে এরপরই ধস নামে ক্যারিবীয়দের ব্যাটিং শিবিরে। ৬৮ রানে ৩ উইকেট থেকে মাত্র ১৪ রান যোগ করতে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর ওদিন স্মিথের ১৮ বলে ৩ ছক্কা ও ৩ চারে ৩৬ রানের ক্যামির পরেও আলজারি জোসেফ ও হেইডেন ওয়ালশের ৪৭ রানের জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করে ক্যারিবীয়রা। কিন্তু দলীয় ১৬৯ রানে পর পর দুই উইকেট হারিয়ে গুড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। প্রসিদ্ধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ শিকার করেন ৩টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত – ২৬৫/১০ (৫০ ওভার); আইয়ার ৮০(১১১), পান্ত ৫৬(৫৪), চাহার ৩৮(৩৮); হোল্ডার ৮-১-৩৪-৪, জোসেফ ১০-১-৫৪-২, ১০-০-৫৯-২।
ওয়েস্ট ইন্ডিজ – ১৬৯/১০ (৩৭.১ ওভার); স্মিথ ৩৬(১৮), পুরান ৩৪(৩৯), জোসেফ ২৯(৫৬), ব্রাভো ২০(৩০); চাহার ৮-১-৪১-২, প্রসিদ্ধ ৮.১-১-২৭-৩, কুলদ্বীপ ৮-০-৫১-২, সিরাজ ৯-১-২৯-৩।
ফলাফলঃ ভারত ৯৬ রানে জয়ী।