২০১১ সালের নিয়মে আবার ফেরত গেলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)। আসন্ন আইপিএল ২০২২ আসরে যুক্ত হচ্ছে নতুন দুইটি দল। এ তথ্য বেশ পুরোনো। দলগুলোও গঠন হয়ে গিয়েছে ইতোমধ্যেই। নতুন দুই দল আসায় ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ার একটা শঙ্কা জেগেছিলো সবার মনেই। সেই শঙ্কা দূর করে দিয়েছে আইপিএল গভর্নিং কমিটি। নতুন এই নিয়মে প্রতিটি দলের ম্যাচ সংখ্যা থাকছে আগের মতোই ১৪টি করে।
আইপিএল তাঁর যাত্রার শুরু থেকেই আটটি দলের একটি টুর্নামেন্ট। তবে ২০২২ আসরের মতো ২০১১ আসরে আইপিএলে ছিলো দশটি দল। টুর্নামেন্টটি খুব বেশি যেন লম্বা না হয় তাঁর জন্যে আইপিএল এক অভিনব নিয়ম নিয়ে হাজির হয়েছে। লিগ পর্বে এই নিয়ম বলবৎ থাকবে।
প্রথমেই শিরোপা এবং ফাইনাল খেলার সংখ্যার বিচারে দুইভাগে ভাগ করে ফেলা হয়েছে দশ দলকে। করা হয়েছে দুইটি গ্রুপ, ‘গ্রুপ-এ’ ও ‘গ্রুপ-বি’। আইপিএলে সর্বোচ্চ পাঁচটি শিরোপা জেতা দল মুম্বাই ইন্ডিয়ান্স গ্রুপ- এ এর প্রথম দল। ঠিক তেমনি গ্রুপ-বি এর প্রথম দল চেন্নাই সুপার কিংস। এভাবে শিরোপা এবং ফাইনাল ও প্লে-অফ খেলার বিচারে দলগুলোর গ্রুপ নির্ধারিত হয়েছে।
নতুন দুই ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়েন্টকে নবম দল হিসেবে দেওয়া হয়েছে গ্রুপ-এ তে এবং গুজরাট টাইটান্স দশম দল হিসেবে খেলবে গ্রুপ-বি তে। এখন দেখে নেওয়ার পালা গ্রুপ এ এবং বি তে ক্রমান্বয়ে থাকছে কোন দল।
- গ্রুপ-এ: মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়েলস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়েন্ট।
- গ্রুপ-বি: চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স।
প্রতিটা গ্রুপে থাকছে পাঁচটি করে দল। হিসেবটা এখানটায় খুব সহজ। আগের আসর গুলোতে রাউন্ড রবিন লিগ নিয়মে প্রতিটি দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে একটি দলের সাথে দুইটি করে ম্যাচ খেলতো। সেই নিয়মই বলবৎ থাকছে নির্দিষ্ট গ্রুপের মধ্যে। অর্থ্যাৎ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের গ্রুপে থাকা বাকি চার দলের সাথে দুই ম্যাচ করে মোট আটটি ম্যাচ খেলবে।
এখন প্রশ্ন জাগতে পারে তাহলে প্রতিটি দল কি করে ১৪টি ম্যাচ পূর্ণ করবে? হ্যাঁ সেই প্রশ্নের উত্তরও দিচ্ছি। মুম্বাই ইন্ডিয়ান্সকে ধরেই বলা যাক তাহলে। মুম্বাই তাঁর গ্রুপে আটটি ম্যাচ খেলে ফেললো। তারপর মুম্বাই গ্রুপ-বি এ থাকা পাঁচটি দলের মধ্যে চারটি দলের সাথে খেলবে একটি করে ম্যাচ। হলো মোট ১২টি ম্যাচ।
তবে আসল টুইস্টের জায়গা হলো মুম্বাই অপর গ্রুপে থাকা চেন্নাইয়ে সাথে খেলবে দুইটি ম্যাচ। এই একটি নিয়মই একটু ব্যতিক্রম এবং গোলমাল পাঁকিয়ে ফেলার জন্যে যথেষ্ট। গ্রুপ কলামের হিসেবে প্রতিটি দল তাঁর বিপরীত পাশে থাকা দলের সাথে দুইটি করে ম্যাচ খেলবে।
ধরা যাক মুম্বাই ইন্ডিয়ান্স এ১ এবং চেন্নাই সুপার কিংস বি১। সুতরাং এ১, বি১ এর সাথে দুটি ম্যাচ খেলবে। ঠিক এমনিভাবে এ২ কলকাতা নাইট রাইডার্স দুইটি ম্যাচ খেলবে এ২ সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে। এভাবেই প্রতিটি দলের জন্যে নিয়ম বলবৎ হবে।
এই নিয়মে প্রতিটি দলের মোট ১৪টি করে ম্যাচ খেলতে পারবে আইপিএলের এবারের আসরের দশটি দল। তবে লিগ পর্বের মোট ম্যাচের সংখ্যা ৭০টির বেশি হবে না। এভাবেই লিগ পর্বের ম্যাচগুলো চলবে। তবে রাউন্ড লিগ পদ্ধতিতেই পয়েন্ট তালিকার হের-ফের হবে। টেবিলের শীর্ষ চার দল যাবে প্লে-অফ রাউন্ডে। আর সেখান থেকে আগের মতোই প্লে-অফের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে।