মিরপুরের নেটে কুয়েত জাতীয় দলের ক্রিকেটার

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নেটে ব্যাটিং করছেন তামিম ইকবাল, ইয়াসির আলী চৌধুরী রাব্বিসহ জাতীয় দলের ক্রিকেটাররা। আর তাঁদের নেটে বোলিং করছেন বাংলাদেশের ক্রিকেটে অপরিচিতি একজন। নেটে প্রায়ই বিভিন্ন একাডেমী থেকে বোলারদের আনা হয়। তবে এবার নেটে তামিমদের বোলিং করলেন কুয়েত জাতীয় দলের একজন ক্রিকেটার।

মোর্শেদ মোস্তফা মূলত বাংলাদেশেরই সন্তান। তবে এই ক্রিকেটারের জন্ম ও বেড়ে উঠা কুয়েতে। মূলত তাঁর বাবা জীবীকার জন্য পারি জমিয়েছিলেন কুয়েতে। এরপর একজন শ্রীলঙ্কান নারীর সাথে প্রেম করে বিয়ে করেন মোর্শেদের বাবা। সেখানেই তাঁদের সংসার এবং মোর্শেদ মোস্তাফার জন্ম।

ছোটবেলায় বাবার হাত ধরে ক্রিকেট খেলতে যাওয়া মোর্শেদ একসময় আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষিক্ত হন। কুয়েতের হয়ে ৭ টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি। তবে এইসবকিছু ছেড়ে মোর্শেদ ছুটে এসেছেন বাংলাদেশে। বাংলাদেশে কিছুদিন নিজেদের সিলেটের বাড়িতে এসে থেকেছেন। সেখান থেকে একটু ক্রিকেট খেলার সুযোগ খুঁজেছেন।

কেননা কুয়েত জাতীয় দলের হয়ে খেলে ঠিক শান্তি পাচ্ছিলেন না মোর্শেদ। মোর্শেদের আব্বার স্বপ্ন ছেলে অন্তত একটা ম্যাচ বাংলাদেশের হয়ে খেলবেন। মোর্শেদও তাই নতুন করে বাংলাদেশে লড়াইটা শুরু করেছেন। ঢাকায় এসে কিছু ক্রিকেট খেলার চেষ্টা করেছেন। এরপর ভর্তি হয়েছেন মাস্কো সাকিব ক্রিকেট অ্যাকাডেমিতে।

সেখান থেকেই মিরপুরের নেটে বোলিং করতে পাঠানো হয়েছিল মোর্শেদকে। জাতীয় দলের ক্রিকেটারদের বিপক্ষে বোলিং করতে পেরেও দারুণ উচ্ছ্বসিত এই ক্রিকেটার। খেলা ৭১-কে মোর্শেদ বলেন, ‘খুবই ভালো লাগা কাজ করছে। ওখানে নাসির ভাই, তামিম ভাইরা ছিল। ওখানে তো জাতীয় দলের ক্রিকেটাররই আসে মূলত। আমিও তাঁদের বিপক্ষে বোলিং করতে পেরেছি। খুব দ্রুতই অনেক কিছু শিখতে পেরেছি।‘

কুয়েত জাতীয় দলের চুক্তিতে থাকা মোর্শেদের জন্য অবশ্য সেখানে পড়ে আছে সুন্দর ভবিষ্যৎ। তবে সেসবকে তুচ্ছ করে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার জন্য দেশে পড়ে আছেন মোর্শেদ। এখানেও একটু একটু করে খুলতে শুরু করেছে মোর্শেদের দরজা। মাস্কো সাকিব ক্রিকেট অ্যাকাডেমিতে কোচ মোহামদ্দ সালাউদ্দিনের তত্বাবধনে করছেন অনুশীলন।

মোর্শেদ মোস্তাফার স্বপ্ন বাংলাদেশের হয়ে একদিন খেলবেন আন্তর্জাতিক ক্রিকেট। তবে সেই স্বপ্ন পূরণ করতে মোর্শেদকে পারি দিতে হবে লম্বা পথ। আর সেই পথেই একটু একটু করে হাঁটতে শুরু করেছেন তিনি।

এই বছরের শুরুতেই কুয়েত থেকে বাংলাদেশে এসেছেন মোর্শেদ। সিলেটের বড়লেখা উপজেলায় নিজেদের বাড়িতে এসে উঠেছিলেন। সেখান থেকেই শুরু হলো বাংলাদেশের ক্রিকেটে একটু জায়গা পাবার সংগ্রাম। এই সিলেটের বড়লেখা থেকেই বাংলাদেশের হয়ে টেস্ট খেলছেন এবাদত হোসেন চৌধুরী। মোর্শেদও স্বপ্ন দেখেন একদিন টেস্ট খেলবেন বাংলাদেশের হয়ে।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link