যেকোনো ভাল কিছুরই তো সমাপ্তি আছে। দু’দিন আগেই রবীন্দ্র জাদেজার কাছে অধিনায়কত্বের দায়িত্ব তুলে নেন মহেন্দ্র সিং ধোনি। ক্যারিয়ার শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর খেলছেন সেটা অনেকটাই নিশ্চিত। অধিনায়ক হিসেবে তাহলে আর দেখা ধোনিকে দেখা যাচ্ছে না টুর্নামেন্টের আগে সেটিও পরিষ্কার।
আরো বোঝা গেল আর কখনও কোনো কোনো ধরণের স্বীকৃত ক্রিকেটেই হয়তো অধিনায়ক হিসেবে নামা হবে না ক্যাপ্টেন কুলের। তবে একটা ব্যাপারে কম বেশি সবাই নিশ্চিত যে, আইপিএলে অধিনায়কত্ব ছাড়লেও মাঠের ক্রিকেটে কলকাঠিটা ঠিক তিনিই নাড়বেন। প্রথম ম্যাচেই দেখা গেলো তার প্রমাণ।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম আসরের উদ্বোধনী ম্যাচে খেলতে নামে চেন্নাই সুপার কিংস। নতুন অধিনায়ক হিসেবে টস করতে নামেন রবীন্দ্র জাদেজার। জাদেজার ভূমিকাটা হয়তো এ পর্যন্তই।
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রান সংগ্রহ করে চেন্নাই। আর চেন্নাইয়ের হয়ে ৩৮ বলে ৫০ রান করা ধোনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক! ধোনির ব্যাটে রানের দেখা পেলেও উলটো চিত্র জাদেজার। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই ছিলেন নিষ্প্রভ।
শুরুতেই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন জাদেজা ও ধোনি। ৫ নম্বরে নামা জাদেজার চোখে মুখে শুরু থেকেই একটা চাপ লক্ষ্য করা যাচ্ছিলো। শেষ পর্যন্ত টিকে থাকলেও ব্যাট হাতে তাণ্ডব চালানো আগ্রাসী জাদেজাকে কাল ঠিক দেখা যায়নি।
ছোট্ট একটা রানের মধ্যে প্রতিপক্ষকে আটকানোর মিশনে নেমে বোলারকে নির্দেশনা দেওয়া কিংবা ফিল্ডিং পরিবর্তন – সব ক্ষেত্রেই মূল ভূমিকায় ছিলেন দু’দিন আগে অধিনায়কত্ব ছাড়া ধোনি! শেষদিকে ম্যাচ যখন হাত থেকে ফসকে গেছে তখন স্যাম বিলিংসের একটি নট আউটের সিদ্ধান্তের বিপরীতে অযাচিত এক রিভিউ নেন জাদেজা। ধোনিও অবশ্য এতে খুব একটা কর্ণপাত করেননি। কারণ চেন্নাইর জন্য এই ম্যাচ তখন শেষপ্রায়!
ঘরোয়া ক্রিকেটে এর আগে কখনো অধিনায়কত্ব না করা জাদেজা আগেই বলেছিলেন পুরো টুর্নামেন্টেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি ধোনির সহযোগিতা চান। জাতীয় দলে ভবিষ্যতে অধিনায়কত্ব পেতে হলে নি:সন্দেহে এই টুর্নামেন্টে নিজের বিচক্ষণতা সহ বুদ্ধির পরিচয় দিতে হবে জাদেজাকে। যদিও জাদেজার ভূমিকা কতটুক থাকবে সে নিয়েও অনেকে সন্দিহান।
গেলোদিন উদ্ভোধনী ম্যাচে ওয়াংখেড়েতে পানি বিরতির সময় চেন্নাইর কোচ স্টিভেন ফ্লেমিংকে দেখা গেলো মাঠে প্রবেশ করতে। অধিনায়ক জাদেজা হলেও ম্যাচ বাঁচাতে পরিকল্পনার পুরোটাই সারলেন ধোনির সাথেই!
‘অধিনায়ক’ – ট্যাগটার বোঝা কমাতেই হয়তো অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি এমনটাই মানছেন অনেকে। অধিনায়কত্ব ছাড়লেও দলের সব সিদ্ধান্তে সামনে থেকে মূল ভূমিকা পালন করবেন ধোনি এটা নিয়েও কারো সংশয় নেই। বলতে গেলে জাদেজার উপর অধিনায়ক পদটা চাপিয়ে নিজের চাপটা কমিয়ে ব্যাটিংয়ে সেরাটা দিতে চান ধোনি। প্রথম ম্যাচে ফিফটি করে অবশ্য জানান দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি!
নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরেছে ধোনি-জাদেজার চেন্নাই সুপার কিংস! জিতেছে কেকেআর। নায়ক তবুও ধোনিও। কিছু কিছু ক্ষেত্রে নায়ক হতে ম্যাচ না জিতলেও চলে।