পাঁচ বারের চ্যাম্পিয়ন, নতুন আসর – পাঁচ ম্যাচ, পাঁচ হার – মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান চিত্রটা এমনই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্রথম পাঁচ ম্যাচে হেরে পয়েন্টস টেবিলের তলানিতে অবস্থান মুম্বাইয়ের। বিশ্বের সবচেয়ে দামি এবং জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচ বার শিরোপা জিতেছে মুম্বাই। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল নিঃসন্দেহে।
সফলতার দাঁড়িপাল্লায় এবার ঠাঁই পেল ব্যর্থতাও। চলতি আসরে প্রথম পাঁচ ম্যাচেই প্রতিপক্ষের সামনে জয়ের পথ খুঁজে পায়নি রোহিত শর্মার দল। লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে মুম্বাই। ২০১৪ আসরে প্রথম পাঁচ ম্যাচেই হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আট আসর পর আবারও একই চিত্র মুম্বাইয়ের। আইপিএল ইতিহাসে একমাত্র দল হিসেবে দুই আসরে প্রথম পাঁচ ম্যাচেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
ওপেনিংয়ে ঈশান ইষাণ, রোহিত শর্মা আর মিডল অর্ডারে তিলক ভার্মা, ডেওয়াল্ড ব্রেভিসের মত তরুণ তারকা, পেস বিভাগে অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ ছাড়াও সুরিয়াকুমার যাদব, কাইরেন পোলার্ডের মত টি-টোয়েন্টির হট কেক থাকা সত্ত্বেও মুম্বাইর এমন বেহাল দশা যেন মেনে নিতে পারছে না খোদ সমর্থকরাও। অনেকের মতে দল গঠনেই ভুল করেছে মুম্বাই।
মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যর্থতার বড় কারণ হিসেবে আবার অনেকেই মনে করছেন টিম কম্বিনেশন। দলের আগের কম্বিনেশন ভেঙে যাওয়ায় পুনরায় দলগতভাবে সেরাটা দিতে পারছেনা মুম্বাই। এছাড়া আগের দুই আসরে ওপেনিংয়ে ব্যাট হাতে দলের অন্যতম ভরসা ছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি কক।
বোলিং বিভাগে জাস্প্রিত বুমরাহর সাথে জুটি হিসেবে ছিলেন নিউজিল্যান্ডের গতিতারকা ট্রেন্ট বোল্ট। এই দুই তারকার বিদায়ে ওপেনিং ও বোলিং বিভাগের দূর্বলতা এবারের আসরে স্পষ্ট।
ব্যাট হাতে সেরা ছন্দে নেই অধিনায়ক রোহিত শর্মা। খেলতে পারছেন না বড় ইনিংস। এবারের আসরে সবচেয়ে দামি ক্রিকেটার ঈশান কিষাণ এখনও নিজের সামর্থ্যের সেরাটা দিতে পারেননি। মিডল অর্ডারে সুরিয়াকুমার, তিলক ভার্মারা দুর্দান্ত ফর্মে থাকলেও ফিনিশার হিসেবে কাইরেন পোলার্ড একেবারেই নিষ্প্রভ। গেল আসরগুলো পোলার্ডের সাথে ফিনিশিং দায়িত্বে থাকা হার্দিক পান্ডিয়াও এই আসরে নেই। বোলিং বিভাগে জাসপ্রিত বুমরাহর সাথে সেরা ফর্মে নেই কেউই।
বিদেশি কোটায় খেলা ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলসরা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। লেগ স্পিনার রাহুল চাহারের অভাবটাও ঠিকঠাক পূরণ করতে পারছেন না মুরগান অশ্বিন। দেশি পেসারদের মধ্যে বাসিল থাম্পি, জয়দেব উনাদকাটরাও একেবারে সাদামাটা।
ব্যাটিং বিভাগের চেয়ে এবারের আসরে মুম্বাইর বোলিং বিভাগ অনেকটাই দূর্বল। মুম্বাইর সাজানো বাগান ভেঙে যাওয়ায় দলের এমন করুণ দশা সেটি মানছেন সাবেক ক্রিকেটাররা। মুম্বাইর পারফরম্যান্সে আগের সেই জয়ের তাড়নাটাও এবার যেন দেখা মিলছে না।
অনেকের মতে সঠিক একাদশ গড়তে না পারা মুম্বাইয়ের ব্যর্থতার অন্যতম কারণ। আগের আসর গুলোতে লোয়ার অর্ডারে হার্দিক পান্ডিয়া, পোলার্ড, ক্রুনাল পান্ডিয়ারা থাকায় ব্যাটিং ডেপথের সাথে অতিরিক্ত বোলারের অভাববোধটাও ছিল না মুম্বাইয়ের। তবে এবারের আসরে অলরাউন্ডার খরায় ব্যাটিং ডেপথ কম পাঁচ বারের শিরোপাজয়ীদের। তাই দলের ভারসাম্যটা ঠিকঠাক হচ্ছে না মুম্বাইয়ের।
এদিকে সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের মতে অধিনায়কত্বের চাপে ব্যাট হাতে সেরাটা দিতে পারছেন না রোহিত শর্মা। বিরাট কোহলির মত রোহিতেরও অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন সঞ্জয়।
টানা পাঁচ হারে ইতিমধ্যেই টুর্নামেন্টে ব্যাকফুটে মুম্বাই ইন্ডিয়ান্স। এখান থেকে ঘুরে দাঁড়ানোটা সম্ভব। তবে এই কম্বিনেশন নিয়ে এবারের আসরে কতদূর যেতে পারবে মুম্বাই সেটাই এখন শঙ্কা। পাঁচবারের শিরোপাজয়ীরা এবার কি টুর্নামেন্টের তলানিতে থেকেই বিদায় নিবে কিনা সেটা সময়ই বলে দিবে। নাকি পাশার দানের মত হঠাৎ করেই পালটে যাবে সব! আপাতত মুম্বাই ভক্তদের জন্য অপেক্ষা আর দলের প্রতি আস্থা রাখা ছাড়া আপাতত ঝুলিতে আর কিছুই নেই।