শিরোনামটা পড়েই চমকে ওঠার কথা। কিন্তু, বাস্তবতা এমনই। ইমরান খান মানেই সবার আগেই চোখে ভেসে উঠবে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী সেই প্রতাপশালী পাকিস্তানি অধিনায়কের কথা যিনি পরবর্তীতে দেশটির রাষ্ট্রপ্রধানও বনে গিয়েছেন।
তবে, তিনি একাই ক্রিকেটের একমাত্র ইমরান খান নন। প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন এমন ইমরান খানের সংখ্যা ৪০! এর মধ্যে বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন। এদের মধ্যে সেরাদের নিয়ে চাইলে একটা একাদশও বানিয়ে ফেলা যায়। সেটা করতে গিয়ে খেলা-৭১ একটা বহুজাতিক ইমরান খান একাদশ বানিয়ে ফেলেছে।
- ইমরান খান (দক্ষিণ আফ্রিকা)
দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একমাত্র ইমরান খান তিনি। এক টেস্টেই অবশ্য ক্যারিয়ার থেমে যায় এই ওপেনারের। তাতে করেন মাত্র ২০ রান।
- ইমরান খান (পাকিস্তান)
এই ইমরান খান অবশ্য পাকিস্তানেরই। তবে, তাঁর আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। ১৮ টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৫ টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেন তিনি। তাতে করেন তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি।
- ইমরান খান (ওয়েস্ট ইন্ডিজ)
তিনি আবার ওয়েস্ট ইন্ডিয়ান ইমরান খান। তবে, খুব প্রসিদ্ধ কেউ নন। তিনটি প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন গায়ানার এই ইমরান খান।
- ইমরান খান (দক্ষিণ আফ্রিকা)
একাদশের দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান। তবে, তাঁকে কখনও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। চারটি প্রথম শ্রেণির ম্যাচ ও তিনটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেন ক্যারিয়ারে। মূলত ব্যাটারই ছিলেন। একটি হাফ-সেঞ্চুরি আছে ক্যারিয়ারে।
- ইমরান খান (পাকিস্তান): অধিনায়ক
তিনি ‘দ্য অরিজিনাল’ ইমরান খান। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক। আশির দশক কিংবা সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন। তাঁকে নিয়ে আর কিছু না বললেও চলে।
- ইমরান খান (পর্তুগাল)
আপনি নিশ্চয়ই পর্তুগিজ ইমরান খানের কথা আগে কখনও শোনেননি। তিনিও আবার অলরাউন্ডার। পর্তুগালের হয়ে আটটি ম্যাচ খেলেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে। তাতে ৫৪ রান করেছেন, দু’টি উইকেট নিয়েছেন।
- ইমরান খান (পাকিস্তান): উইকেটরক্ষক
উইকেটরক্ষক ইমরান খান বিষয়টাও বেশ অভিনব। যার কথা বলছি, তিনি অবশ্য একদমই অপরিচিত মুখ। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে মাত্র পাঁচটা প্রথম শ্রেণির ম্যাচ খেলে করেছেন একটি হাফ-সেঞ্চুরি।
- ইমরান খান (ওয়েস্ট ইন্ডিজ)
চোখ বুজে বলা যায়, লেগ স্পিনার ইমরান খানের সাথে কেউই খুব একটা পরিচিত নন। তিনি আবার ওয়েস্ট ইন্ডিজের। যদিও, আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, তবে তাঁর সক্ষমতা নিয়ে সন্দেহ নেই। ১০৭ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে পেয়েছেন ৪৩৩ টি উইকেট।
- ইমরান খান (পাকিস্তান)
ফাস্ট বোলার, দেশের হয়ে খেলেছেন ১০ টি টেস্ট। ২৯ টি উইকেট নিয়েছেন। সর্বশেষ জাতীয় দলে খেলেন ২০১৯ সালে। এই একাদশের মূল স্ট্রাইক বোলার তিনিই।
- ইমরান খান (শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কার ইমরান খান, ডান-হাতি পেসার। যদিও, তাঁর কখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি। তবে, শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ তিনি।
- ইমরান খান (পাকিস্তান)
বাঁ-হাতি পেসার ইমরান খান। পাকিস্তানি এই ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন, তবে সেটা মাত্রই তিনটি টি-টোয়েন্টির জন্য। তাতে পেয়েছেন দু’টি উইকেট। এর বাইরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিয়মিত পারফর্মারদের একজন তিনি।