মিতালি ‘রেকর্ড ব্রেকার’ রাজ

নারী ক্রিকেট কিংবা ভারতীয় ক্রিকেট তো বটেই তাঁর মত ক্রিকেটার ‍খুঁজে পাওয়া ক্রিকেট বিশ্বেই দুস্কর। শচীন টেন্ডুলকার যত গুরুত্বপূর্ণ, মিতালি রাজও কি ততটাই গুরুত্বপূর্ণ নন? অবশ্যই, বাস্তবে যাই হোক না কেন। রেকর্ড বলে মিতালি রাজ হলেন অবিসংবাদিত এক কিংবদন্তি।

দীর্ঘ ২৩ বছর আগলে রাখা ব্যাট-প্যাড ও প্রিয় জার্সিটা এবার তুলে রাখার পালা তাঁর। সদ্য সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার টুইটারে একটি পোস্টের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। কথা হচ্ছিল ভারতের যোধপুরে জন্মগ্রহণ করা ভারতীয় নারী ক্রিকেট দলের সেরাদের সেরা মিতালি রাজকে নিয়ে। টি-টোয়েন্টি  ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরেই। এবার বিদায় জানালেন ক্রিকেটের ওয়ানডে ও টেস্ট দুই ঘরাণাকেই।

একজন সফল ব্যাটার ও অধিনায়ক – যেকোনো ভূমিকাতেই তিনি তাঁর ক্যারিয়ারে প্রচুর রেকর্ড গড়েছেন। দীর্ঘ সময় মিতালি রাজ রাজত্ব করেছেন ভারতীয় ক্রিকেটাঙ্গনে। আসুন সংক্ষেপে জেনে নিই এই কিংবদন্তির আকর্ষণীয় ক্যারিয়ারের রেকর্ডগুলিকে।

  • নারী ক্রিকেটে সর্বোচ্চ আন্তর্জাতিক রান 

২০২১ সালের জুলাইতে  মিতালি রাজ ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসকে (১০,২৭৩ রান) পেছনে ফেলে, নারীদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। এডওয়ার্ডস এবং রাজ হলেন নারী ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শকারী দুই নারী।

  •  ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহকারী

২৩২ ম্যাচে ৭৮০৫ রান নিয়ে মিতালি রাজ নারীদের ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় অবস্থানে থাকা  এডওয়ার্ডস রাজের চেয়ে প্রায় ১৮১৩ রান পিছিয়ে আছেন। মিতালি রাজই একমাত্র ক্রিকেটার যার রানের গড় ৫০-এরও বেশি। তিনি নারীদের টি-টোয়েন্টিতে ২৩৬৪ রান করেছেন যা ভারতের মধ্যে সর্বোচ্চ।

  • দ্বিতীয় কনিষ্ঠ সেঞ্চুরিয়ান

তিনি ১৯৯৯ সালে ওডিআই অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। মাত্র ১৬ বছর ২০৫ দিনে তিনি নারীদের আন্তর্জাতিকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছিলেন। এর প্রায় ২২ বছর পরে ২০২১ সালে আয়ারল্যান্ডের অ্যামি হান্টার তার রেকর্ডটি ভাঙ্গেন।

  • সর্বোচ্চ ম্যাচ

মিতালি রাজ তাঁর পুরো ক্যারিয়ারে ২৩২ টি ম্যাচ খেলেছেন। যা ভারতের নারী ক্রিকেট দলে সর্বোচ্চ।

  • সর্বাধিক অর্ধশতকের অধিকারী

ওডিআইতে মিতালি রাজের ৭১ টি এবং টি-টোয়েন্টিতে ১৭ টি পঞ্চাশ প্লাস স্কোর রয়েছে। নারীদের ক্রিকেটে তার সম্মিলিত ৮৮ টি অর্ধশতক এর রেকর্ড করে তিনি সর্বোচ্চ অবস্থানে রয়েছেন।

  • অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের অধিকারী

তিনি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে ২০১৪-১৭ সময়কালে ১৭ ম্যাচে ৫৩৫ রান করেছিলেন। যা ভারতের ক্রিকেটের ইতিহাসে একটি ওয়ানডে সিরিজে কোন অধিনায়কের দ্বারা করা সর্বাধিক রান।

  • টেস্টে সেরা  

তিনিই একমাত্র ভারতীয় নারী ক্রিকেটার যিনি টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। তার স্কোর ২১৪ (২০০২ সালে ইংল্যান্ড এর বিপক্ষে), যা বিশ্বে নারীদের টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

  • দীর্ঘতম ক্যারিয়ার

১৯৯৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আত্মপ্রকাশ করে মিতালি রাজ নারী ক্রিকেটে দীর্ঘতম আন্তর্জাতিক ক্যারিয়ারের অধিকারী। আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা প্রায়  ২৩ বছরের।

অধিনায়ক হিসেবে রেকর্ড

  •  সর্বাধিক বিজয়ী অধিনায়ক

অধিনায়ক হিসেবে মিতালি রাজের ১৫৫ টি ম্যাচের মধ্যে ৮৯ টিতে জয় রয়েছে – যা নারীদের ওয়ানডেতে যেকোনো ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে তিনি যে ১৫৫টি ম্যাচ খেলেছেন তাও নারীদের ওয়ানডেতে সর্বোচ্চ।

  • বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচের নেতৃত্ব

মিতালি রাজ নারী ক্রিকেট বিশ্বকাপের আসরে ২০২২ এর সময়কালে প্রায় ২৮ টি ম্যাচের নেতৃত্ব দিয়েছেন, যা বেলিন্ডা ক্লার্কের রেকর্ডকে ছাড়িয়ে যায়। মিতালি রাজ তার ক্যারিয়ারে মোট ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন।

  • এশিয়া কাপের রেকর্ড

রাজ ভারতকে টানা চারটি এশিয়া কাপ শিরোপা এনে দিয়েছে।  ২০০৫-০৬, ২০০৬-০৭, ২০০৮ এ টানা তিনবার এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল এবং ২০১২ সালের ফাইনালে তার নেতৃত্বে ভারত পাকিস্তানকে পরাজিত করেছিল।

  • ইংল্যান্ডের বিপক্ষে জয়

রাজ ২০১৪ সালে ভারতকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জয়ে নেতৃত্ব দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন।

বলা যায়, সুদীর্ঘ ক্যারিয়ারে মিতালি রাজ হয়ে উঠেছিলেন ভারতীয় নারী ক্রিকেটের ব্রান্ড অ্যাম্বাসেডর এর মতো। তিনি ক্রিকেটপাগল হাজারো কিশোরীর রোল মডেল ছিলেন, রইবেন আজীবন। ভারতীয় নারী ক্রিকেট দলকে তিনি অনেক দিয়েছেন। এবার রাজ করবেন হাজারো মানুষের মনে।  দিনশেষে ক্রিকেটের দুনিয়াকে বিদায় জানালেও আপন দুনিয়ায় ভালো থাকুক এই কিংবদন্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link