গল্প হলেও সত্যি

ক্রিকেট ইতিহাসে অনেক ঘটনা আছে যা রীতিমতো অবাক করে দেওয়া মত। অনেকটাই ভাবনা-চিন্তার বাইরে গিয়ে অনেক কিছুর দেখা মিলে ২২ গজে। ভারতীয় ক্রিকেটেও এমন কিছু ঘটনা বা কীর্তি আছে যা রীতিমতো বিস্ময়ের জন্ম দেয়। প্রথম শোনায় মিথ্যে মনে হলেও আদতে সত্যি – ভারতীয় ক্রিকেটের এমন কিছু ঘটনা নিয়ে এবারের আলোচনা।

  • বৈধ ডেলিভারি ছাড়াই বিরাটের প্রথম টি-টোয়েন্টি উইকেট

ব্যাটিংয়ের জন্যই থাকেন আলোচনায়, ব্যাটিংয়ের জন্যই নাম ডাক ভারতীয় তারকা বিরাট কোহলির। তবে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট একমাত্র বোলার যিনি নিজের প্রথম উইকেট শিকার করেছেন বৈধ্য ডেলিভারি ছাড়াই। ২০১১ সালের ৩১ আগস্ট – ভার‍ত ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচে এই কীর্তি করেন বিরাট।

ইংল্যান্ডের ইনিংসের সময় অষ্টম ওভারে বোলিংয়ে আসেন বিরাট। টি-টোয়েন্টি ক্রিকেটে কেভিন পিটারসেনকে নিজের প্রথম বলটাই করলেন লেগ স্টাম্পের বাইরে। হ্যাঁ, ওয়াইড বল। কিন্তু বলটা ফ্লিক করতে গিয়ে ভারসাম্য না রাখতে পেরে খানিকটা পা উপরে উঠে যায় পিটারসেনের। ব্যাস চোখের পলক না ফেলতেই স্টাম্প ভেঙে দেন উইকেটের পেছনে থাকা মহেন্দ্র সিং ধোনি।

কোনো বৈধ ডেলিভারি ছাড়াই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম উইকেট শিকারের কীর্তি গড়েন বিরাট। ৩ ওভারে ২২ রান দিয়ে ওই ম্যাচে এক উইকেট নেন তিনি।

  • বদলি খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন মানদ্বীপ সিং

২০১৫ সালে ভারত এ দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে ফিল্ডিং করেন ভারতীয় ক্রিকেটার মানদ্বীপ সিং। দক্ষিণ আফ্রিকা এ দল ও ভারত এ দলের সেই ম্যাচে প্রোটিয়াদের চার ক্রিকেটার অসুস্থ হয়ে পড়ায় মানদ্বীপ সিংকে দিয়ে বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করায় দক্ষিণ আফ্রিকা।

ওই ম্যাচে অবশ্য আফ্রিকার বিপক্ষে সহজ এক জয় পায় ভার‍ত। উন্মুক্ত চাঁদ ও মায়াঙ্ক আগারওয়াল ওপেনিং জুটিতে করে ২১৯ রান। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান আগারওয়াল। দুই তারকার ব্যাটিংয়ে আট উইকেটের বড় জয় পায় ভারত।

  • টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বিরাট

ব্যাটিংয়ের সেরা তারকা হিসেবে বরাবরই আলোচনায় থাকেন বিরাট কোহলি। কালেভদ্রে বোলিংয়ে দেখা মিললেও বিরাট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আসতে পারেন – সেটা অনেকের জন্য বিশ্বাসযোগ্য না। তবে এমনটাই ঘটেছিল ২০১৭ সালে। সেবার নভেম্বরে ১৯০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দশে উঠে আসেন বিরাট। শীর্ষে ছিলে বাংলাদেশী তারকা সাকিব আল হাসান।

অবাক করা ব্যাপার হল, ২০১৭ সালে টি-টোয়েন্টিতে বোলিংয়েই আসেননি বিরাট! তবুও টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দশে জায়গা করে নেন এই তারকা।

  • রাহুল দ্রাবিড়ের স্কটল্যান্ডের হয়ে খেলা

ভারত তথা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা হিসেবে পরিচিত ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই তিনি দশ হাজারেরও বেশি রানের মালিক। ভারতের এই কিংবদন্তি তারকা স্কটল্যান্ডের হয়েও খেলেছেন – সেটা অনেকেরই অজানা।

২০০৩ সালে স্কটল্যান্ডের জার্সিতে ১১টি ওয়ানডে খেলেছিলেন তিনি। ১১ ম্যাচে ৬০-এর বেশি গড়ে তিনি ৬০০ রান করেন। এরপর স্থায়ী ভাবে ভারতের জার্সিতে খেলা শুরু করেন সাবেক এই তারকা।

  • চার ব্যাটার, বিনা উইকেটে ৪০৮ রান!

২৫ মে ২০০৭। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। মিরপুরের মাটিতে অভিষেক। সমর্থক সহ সবার মাঝেই তাই বাড়তি উত্তেজনা। তবে সেই উত্তেজনা ম্লান হয়ে যায় প্রথম দিনেই। ভারতের চার ব্যাটারের প্রতাপে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশের বোলাররা। কোনো উইকেট না হারালেও সেদিন চার ব্যাটার ব্যাট করে ভারতের।

ওপেনিং জুটিতে চার ব্যাটার মিলে গড়েন ৪০৮ রানের জুটি। প্রথম দিনে দীনেশ কার্তিক ও ওয়াসিম জাফর অসুস্থ হওয়ায় ব্যাট করতে নামেন শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। দু’জনেই ব্যাটে বিপদ ছাড়াই দিন পার করে ভারত। ওই ইনিংসে দলীয় ৪০৮ রানে ব্যক্তিগত ১২৯ রানে দ্রাবিড় ফিরলে প্রথম উইকেটের পতন ঘটে। জাফর, কার্তিক, দ্রাবিড় ও শচীন – টপ অর্ডারের চার ব্যাটারই সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন ওই টেস্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link