ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথম ওভারের খেলা চলছে। মাঠের বাইরের উত্তপটা বাইশ গজে থাকা ক্রিকেটাররাও বোধহয় তখনো কাটিয়ে উঠতে পারেননি। তবে এরমাঝেই যেন পারদটা আরেকধাপ উপরে উঠলো। ভুবনেশ্বর কুমারের ছুড়ে দেয়া বলটা গিয়ে আঘাত করলো মোহাম্মদ রিজওয়ানের প্যাডে। আম্পায়ারও একটু ভেবে আঙুল তুলে দেখিয়ে দিলেন আউট। পাকিস্তান সমর্থকদের হৃপপিন্ড যেন থমকে গেল একদফা।
আজই অভিষেক হওয়া নাসিম শাহ তো আরো একধাপ এগিয়ে গেলেন। এশিয়া কাপের মত মঞ্চে, তাও আবার ভারত-পাকিস্তান ম্যাচে প্রথমবারের মত টি-টোয়েন্টি ম্যাচে নামলেন। ইনিংসের দ্বিতীয় বলেই লোকেশ রাহুলের স্ট্যাম্প উড়ালেন, আবার চতুর্থ বলেই বিরাট কোহলির দুর্বল জায়গাটায় আঘাত করলেন। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলটা কোহলি খেললেন, এজও হলো। বলটা এগিয়ে যাচ্ছে থার্ড স্লিপে দাঁড়িয়ে থাকা ফখর জামানে দিকেই। পুরো স্টেডিয়াম যেন থমকে গেল। আপনি যদি ভারতের সমর্থক হয়ে থাকেন তাহলে আপনার হৃদপিন্ডটা সচল আছে তো?
উত্তাপটা কী টের পাওয়া গেল একটু? খেলা তো সবে শুরু, এখনো বাকি অনেককিছুই। আবার পাকিস্তানের ইনিংসে ফিরে যাওয়া যাক। আউট দেয়ার সাথে সাথেই রিজওয়ান রিভিউ নিয়ে নিয়েছিলেন। বলটা স্ট্যাম্পের অনেকখানি উপর দিয়ে গেয়ায় এই দফায় বেঁচে গেলেন রিজওয়ান। পাকিস্তানের সমর্থকদের হৃদপন্ডে উঠা নাম কী একটু কমলো? ওভারের চতুর্থ বলেই বাবর আজম এই সবকিছুর একটা উত্তর দিতে চাইলেন বোধহয়।
ভুবনেশ্বরের করা বলটাকে যেভাবে সীমানা ছাড়া করলেন তা এক কথায় চোখ জুড়ানো। মাটি কামড়ানো স্টেট ড্রাইভটায় বাবর আজম আরেকবার নিজের ক্লাসটা বোঝালেন হাই ভোল্টেজ ম্যাচেও। তবে বাবর আজম বাইশ গজে একটু স্থির হবার আগেই আবার ফিরে এলেন ভুবনেশ্বর কুমার।
তরুণ পেস বোলিং আক্রমণটাকে তো তাকেই নেতৃত্ব দিতে হবে। বাউন্সারেই পরাস্ত করলেন বাবর আজমকে। ইনিংসের তৃতীয় ওভারেই ভারত প্রথম উদযাপনটা করতে পারলো। বাবর আজমের ব্যাটে আজ কোন রূপকথা হলো না। এরপর পাকিস্তান অবশ্য ঘুরে দাঁড়াতে চেইয়েছে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে চড়ে।
একপ্রান্ত আগলে রাখা রিজওয়ান অবশ্য খেলতে পারেননি টি-টোয়েন্টি সূলভ ইনিংস। হার্দিক পান্ডিয়ার বলে আউট হবার আগে ৪২ বলে করেছেন মাত্র ৪৩ রান। ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপটা বোধহয় বাইশ গজেও টের পাচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান। এরপর আস্তে আস্তে ধ্বসে পড়তে থাকে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।
বাইশ গজে দুই দলের লড়াইয়ের সময় গ্যালারিতেও গ্যালারি মাতিয়েছেব দর্শকরা। পরিপূর্ণ গ্যালারিতে ভারত-পাকিস্তানের দর্শকও যে সমান সমান। তবে গ্যালারিতে নজর কেড়েছেন অনেক তারকারাও। দুই দেশের অনেক তারকাকেই দেখা যায় খেলাটা উপভোগ করতে। তবে ভারত-পাকিস্তান ম্যাচে উপভোগের চেয়ে বুঝি চাপটাই বেশি।
করোনা টেস্টে নেগেটিভ হয়েই মাঠে চলে এসেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। ডাগ আউটে ম্যাচের শুরুতে যেন বেশ চিন্তিতই ছিলেন তিনি। এরপরই আবার নজরে আসেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদিকে। ইনজুরির কারণে এশিয়া কাপটা যে খেলা হচ্ছেনা এই পেসারের। তবে ভারতের সাথে ম্যাচটা মাঠে বসেই দেখেছেন।
মাঠে বসে ভারত পাকিস্তানের খেলা দেখেছেন শোবিজ তারকারাও। গ্যালারিতে ভারতকে সমর্থন দিতে এসেছিলেন তেলেগু নায়ক বিজয় দেবরাকোন্ডা। এছাড়া মাঠে দেখা যায় নায়িকা উর্বশী রাউটেলাকেও। সবকিছু মিলিয়েই যেন জ্বলে উঠেছিলেন ভারতের বোলাররা। ভুবনেশ্বর কুমার ও হার্ডিক পান্ডেয়ারা মাঝে চাপেই ফেলে দিয়েছিল পাকিস্তানকে।
তবে ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা। পাকিস্তানকে আবার ম্যাচে ফিরিয়ে এনেছেন শেষের দুই ব্যাটসম্যান হারিস রউফ ও শানাওয়াজ ধানি। হারিস রউফ মাত্র ৭ বল খেলে করেন ১৩ রান। ওদিকে ধানি ব্যাটিং করেছেন প্রায় ২৬৬.৬৬ স্ট্রাইকরেটে। মাত্র ৬ বল খেলে করেছেন ১৬ রান। ছয় মেরেছেন দুটি। ফলে শেষ পর্যন্ত ভারতের সামনে একটা চ্যালেঞ্জিং স্কোরই ছুড়ে দিল পাকিস্তান।
তবে ১৪৮ রানের এই টার্গেটই অনেক বড় হয়েছিল ভারতের জন্য। বিরাট কোহলি, রোহিত শর্মাদের আউটের পর চাপ বেড়েছিল ভারত শিবিরে। তবুও ম্যাচ গড়িয়েছে শেষ ওভার অবধি। তারপর? কে জিতলো এই উত্তাপ ছড়ানো ম্যাচ। সেটাতো নিশ্চয়ই আপনি এতক্ষণে জেনেই ফেলেছেন।