বাংলাদেশ ও ভারতের জয় পাওয়ার পরদিন প্রত্যাশিত জয় পেল, পাকিস্তান নারী ক্রিকেট দলও। আক্ষরিক অর্থেই তাঁরা উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। জয় এসেছে নয় উইকেটের বিরাট ব্যবধানে।
জয়ের মঞ্চে প্রস্তুত করে দেয় পাকিস্তানি বোলাররা। মালয়েশিয়া নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে করে মাত্র ৫৭ রান। এলসা হান্টার একাই করেন ২৯ রান। তিনি ছাড়া আর মাত্র একজনই দুই অংকের ঘরে রান করতে পেরেছেন। তিনি হলেন ওপেনার ওয়ান জুলিয়া, করেছেন ১১ রান। অতিরিক্ত খাত থেকে এসেছে সাত রান। মানে বাকি নয়জন ব্যাটার মিলে করেন মাত্র ১০ রান।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন অফ স্পিনার ওমাইমা সোহেল। লেগ স্পিনার তুবা হাসান নেন দুই উইকেট। বোলারদের দাপুটে পারফরম্যান্সের পর বাকি কাজটা করেন ব্যাটাররা।
সংক্ষিপ্ত এক স্কোরের জবাবে ব্যাট করতে নেমে সিলেটের আউটার স্টেডিয়ামে একদমই বেগ পেতে হয়নি বিসমাহ মারুফের দলকে। ওপেনার সিদরা আমিন সর্বোচ্চ ৩১ রান করেন ২৩ বল মোকাবেলা করে। ইনিংসে ছিল পাঁচটি চার। দলীয় ৪৫ রানের মাথায় তিনি আউট হয়ে গেলেও আর হোঁচট খেতে হয়নি পাকিস্তানকে।
নয় ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। আরেক ওপেনার মুনিবা আলী ২১ ও অধিনায়ক বিসমাহ আট রানে অপরাজিত ছিলেন। কাল এই পাকিস্তান দলের বিপক্ষেই খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।