চলমান নারী এশিয়া কাপে ছুটছে ভারত। শ্রীলঙ্কার পর এবার তাঁদের শিকার মালয়েশিয়া। ডাকওয়ার্থ লুইস মেথডে ৩০ রানে জিতেছে ভারত। ম্যাচে রাজত্ব করেছেন ভারতীয় ব্যাটার আর বৃষ্টি। আরেকটু ভেঙে বললে মেঘনা ও মেঘ – এই দুইয়ের দাপট দেখা গিয়েছে সিলেটে।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। ভারতের কাজ আরও সহজ হয়ে যায়। ভারতীয় ওপেনাররা যেন নেটে ব্যাটিং প্রস্তুতি সারলেন।
নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত। এর মধ্যে সর্বোচ্চ রান মেঘনার, সাব্বিনেনি মেঘনা। ভারতের ঘরোয়া ক্রিকেটে অতি পরিচিত মুখ। ধারাবাহিকতায় জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি যদিও। মালয়েশিয়ার বিরুদ্ধে ৬৯ রানের অনবদ্য ইনিংস খেললেন মেঘনা। আর তাতেই বড় স্কোর নিশ্চিত করে ভারত।
৫৩ বলে ৬৯ রান করেন তিনি। ১১ টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। ভারতকে বড় ইনিংস গড়তে সাহায্য করেন উইকেটরক্ষক রিচা ঘোষ। তাঁকে এদিন ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয়। মাত্র ১৯ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস রিচার। পাঁচটি বাউন্ডারি ও একটি ছয় মেরেছেন। আর তাতেই বোর্ডে ১৮১ রান জমা করে ভারত।
মালয়েশিয়া ইনিংসের ষষ্ঠ ওভারে বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি। ৫.২ ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ১৬ রান করে মালয়েশিয়া। এরপর আর খেলা শুরু করাই সম্ভব হয়নি। এছাড়া শেফালি ভার্মা ৩৯ বলে ৪৬ রান করেন।
খর্ব শক্তির দলটি টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের সামনে দাঁড়াতেই পারেনি। টানা দুই ম্যাচ জিতে সেমির পথ সুগম করল ভারতীয় নারীরা। কালই আবার ভারতকে মাঠে নামতে হবে। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটের আউটার স্টেডিয়ামে। এই ম্যাচটা জিতলে বলা যাবে, ভারতের সেমিফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত।