তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের

আবারও তীরে এসে তরী ডুবলো বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, তাই ম্যাচের দৈর্ঘ্যও কমে গিয়েছিল। শ্রীলঙ্কা মহিলা দল ১৮.১ ওভারে ৮৩ রান করার পর হঠাৎ বৃষ্টি বাগড়া দিলে বাংলাদেশের জন্য নতুন লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১। সহজ টার্গেট। তারপরও ম্যাচ জয়ের শেষ হাসিটা হেসেছে লঙ্কানরাই। আন্তর্জাতিক ক্রিকেটে জাহানারা আলমের শততম উইকেটের দিনে নিজেদের রাঙাতে পারলো না বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কা ম্যাচটি জিতে নিয়েছে ৩ রানে।  

অথচ বোলিং নৈপুণ্যে সকালের শুরুটা ছিল বাংলাদেশেরই। রুমানা আহমেদ আর জাহানারা আলমের বোলিং নৈপুণ্যে ম্যাচটা বাংলাদেশেরই ছিল। পুরো ইনিংসে দারুণ ইকোনমি বোলিং করে বাংলাদেশি বোলাররা। আর লঙ্কান ব্যাটারদের মধ্যে নিলাক্ষী ডি সিলভাই একটু ম্যাচটা টেনে নিয়ে গিয়েছিলেন। ৩১ বলে করেন ২৮ রান। এ ছাড়া বাকি ব্যাটাররা আসা যাওয়ার মধ্যেই ছিলেন। বাংলাদেশের হয়ে ১৪ রানে ২ উইকেট নিয়েছিলেন রুমানা আহমেদ। 

এরপর বৃষ্টিতে ম্যাচ থেমে গেলে বাংলাদেশের জন্য নতুন ৪১ রানের টার্গেটে খেই হারিয়ে ফেলে বাংলাদেশি ব্যাটাররা। ১২ রানেই হারিয়ে ফেলে ২ উইকেট। এরপর আস্কিং রেটের চাপে আরও দিশেহারা হয়ে পড়ে তারা। আগের ম্যাচে দারুণ ফিফটি করে ম্যাচ জেতানো দলীয় অধিনায়ক জ্যোতিও এ দিন ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারেননি। ব্যাটারদের মধ্যে একমাত্র দুই অঙ্কের রান করলেও সেটি ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। 

টাইগ্রেসদের জন্য সবচেয়ে হতাশাজনক ব্যাপার হলো, তারা এই ৭ ওভারেই হারিয়েছে ৭ উইকেট। আর পুরো ইনিংসে ৯ ব্যাটার মিলে মেরেছেন মাত্র একটি বাউন্ডারি। সেই একমাত্র বাউন্ডারিটি এসেছে অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে। তবে ম্যাচটি বলতে গেলে একাই জিতিয়েছেন ইনোকা রানাওয়েরা। ২ ওভার বল করে মাত্র ৭ রানে একাই নিয়েছেন ৪ উইকেট। বাংলাদেশকে ৭ ওভারে ৩৭ এ বেঁধে দেওয়ার পেছনে বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন তিনি। আর ম্যাচ শেষে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও গিয়েছে তাঁর হাতে। 

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারের পর এবারে এশিয়া কাপের সেমি ফাইনালে ওঠার সমীকরণটা একটু কঠিনই হয়ে গেল বাংলাদেশের জন্য। এই মুহূর্তে পয়েন্ট পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে আছে জ্যোতির দল। তবে কি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার রাউন্ড রবিন লিগ থেকেই বাদ পড়ে যাবে। বাংলাদেশ অধিনায়ক হিসেবে নিগার সুলতানা জ্যোতি অবশ্য এখনই হাল ছেড়ে দিতে নারাজ।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজকের ম্যাচের শুরু বেশ ভাল করেছিলাম। সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ব্যাটে এসে আমরা ঠিক মতো এক্সিকিউট করতে পারিনি। এখন আমাদের জন্য সমীকরণ কিছুটা কঠিন হয়ে গেল। তবে আমাদের আরও একটি ম্যাচ রয়েছে। আপাতত আমাদের সেদিকে ফোকাস রাখতে হবে।’ 

তীরে এসে তরী ডোবার অভ্যাস যেন বাংলাদেশ ক্রিকেটে মিশে গিয়েছে। পুরুষদের ক্রিকেটে ব্যর্থতার আঁধারের প্রতিচ্ছবি এবার প্রতীয়মান হয়েছে নারীদের ক্রিকেটেও। আগেরবারের চ্যাম্পিয়ন এবার এশিয়া কাপ খেলছে নিজেদের মাটিতেই। তাই সমর্থকদের আশাও ছিল অনেক। তবে সে আশায়  গুড়ে বালি।

পাকিস্তান, ভারতের বিপক্ষে এর আগে প্রতিরোধই গড়তে পারেনি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সহজ সমীকরণেও ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ দল। আপাতত অধিনায়ক জ্যোতির কথা মত আগামী ম্যাচে বাংলাদেশ কোনো দ্যুতি ছড়াতে পারে কিনা সেটার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে পুরো বাংলাদেশকে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link