বুমরাহর বিকল্প তিন ফাস্ট বোলার

জাসপ্রিত বুমরাহ’র বিকল্প কে হবেন, সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দিন দশেক পরেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। অথচ ১৫ সদস্যের ভারত স্কোয়াডে এখনও ১৫ তম সদস্যের নাম চূড়ান্ত হয়নি। 

এর আগে জানা গিয়েছিল বুমরাহর পরিবর্তে মোহাম্মদ শামিকেই ডাকা হতে পারে। তবে বিসিসিআই শামির ব্যাপারেও নিশ্চিত নয়। কিছুদিন আগেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন মোহাম্মদ শামি। একারণে শামির ব্যাপারে ফিটনেস টেস্টে পাস করার শর্ত জুড়ে দেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর সে জটিলতাতেই শামির ব্যাপারে নিশ্চিত নয় ভারত। 

তবে নতুন খবর হল, ভারত এখনই বুমরাহর রিপ্লেসমেন্টের নাম জানাচ্ছে না। তারা শামি, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ তিনজনকেই অস্ট্রেলিয়াতে চাচ্ছে। সেখানে তাঁদের পর্যবেক্ষণের পরেই বিকল্প ঘোষণা করা হবে। 

এ নিয়ে বিসিসিআই এর একজন অফিশিয়াল বলেছেন, ‘টিম ম্যানেজমেন্ট স্ট্যান্ডবাই থেকে দলে ডাকার আগে সবাইকে অস্ট্রেলিয়াতে পরখ করে নিতে চায়। এজন্য স্ট্যান্ডবাই তে থাকা পেসারদের আগে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। এরপর বুমরাহর রিপ্লেসমেন্টের নাম ঘোষিত হবে।’

বুমরাহর ইনজুরির কারণে ভারতের বোলিং লাইন আপটা বেশ দুর্বলই হয়ে পড়েছে। বিশেষত, অস্ট্রেলিয়ার কন্ডিশনে বুমরাহর সার্ভিসটা ভারতকে খুব কাজে দিত। যদিও ভারতের এই দলটাকে এখনও শক্তিশালীই মনে করছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘ভারতের দলটা বেশ শক্তিশালীই আছে। জাদেজা কিংবা বুমরাহর না থাকাটা অবশ্যই দলের জন্য ক্ষতি। তবে তাদের জন্য অন্য কারও সুযোগ খুলে যাচ্ছে। ক্রিকেট এমনই। এখানে ইনজুরি আসবেই। তার বদলে যে আসবে তাকে তখন পারফর্ম করতে হবে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, ভারত যদি সেমিতে যায় যে কোনো কিছুই ঘটতে পারে। চ্যাম্পিয়ন হওয়া অসাধ্য কিছু না।’ 

অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে দারুণ বোলিং করেছিলেন মোহাম্মদ শামি। ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে তিনি ২২ উইকেট নিয়েছিলেন। তাই কন্ডিশন বিবেচনায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে এখনও  ভাল ভাবেই আছেন শামি। আর সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে দারুণ বোলিং করেছিলেন মোহাম্মদ সিরাজ।    

দীপক চাহারও রয়েছেন ফর্মে। তাঁর বাড়তি সুবিধা হলো, তিনি লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে ভাল ব্যাটও চালাতে পারেন।  তাই এই তিন জনেরই বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাই একটু সময় নিচ্ছে। অস্ট্রেলিয়ায় তাদের পরখ করার পরই বুমরাহ’র রিপ্লেসমেন্ট কে হচ্ছেন, তা জানা যাবে। তাই এখনও কিছু সময়ের অপেক্ষা। 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link