সমীকরণের মারপ্যাঁচ : শ্রীলঙ্কা কি সুপার টুয়েলভে উঠতে পারবে!

সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে জমে উঠেছে গ্রুপ ‘এ’-র খেলা। এই গ্রুপে থাকা চারটি দলেরই চুড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা এখন পর্যন্ত খাতা কলমে টিকে আছে। এমনকি গ্রুপের সমীকরণ এমন অবস্থাতে যে, টানা দুই ম্যাচ জিতে এই মুহূর্তে টেবিল নেদারল্যান্ডস শেষ মুহূর্তে এসে নেট রান রেটের মারপ্যাঁচে বাদ পড়ে যেতে পারে।

আবার নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে নতুন ইতিহাসের জন্ম দেওয়া নামিবিয়াকেও শেষ ম্যাচ জিততে হবে। নয়তো সমীকরণের বেড়াজালে তাকিয়ে থাকতে হবে তাদেরও। আর লঙ্কানদের জন্য তো এখন ডু অর ডাই সিচুয়েশন। মোদ্দাকথা, এই গ্রুপের কোনো দলই এখন পর্যন্ত নিরাপদ অবস্থানে নেই। সবার চোখই এখন পরবর্তী ম্যাচ জয়ের দিকে। 

টানা দুই ম্যাচ জিতে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে নেদারল্যান্ডস। কিন্তু তাদের নেট রান রেট শ্রীলঙ্কা আর নামিবিয়ার চেয়ে কম। সে হিসেবে সুপার-১২ তে যাওয়ার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে তাদের শেষ ম্যাচ জিততেই হবে। না হলে তাকিয়ে থাকতে হবে সংযুক্ত আরব আমিরাত-নামিবিয়া ম্যাচে। সে ম্যাচে নামিবিয়া হারলেই তবে ডাচরা কোয়ালিফাই করতে পারবে।

নামিবিয়ার ক্ষেত্রেও সমীকরণটা এক। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারালেই তারা পেয়ে যাবে সুপার-১২ এর টিকিট। তবে ম্যাচ হারলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডসের ম্যাচের দিকে। সে ম্যাচে শ্রীলঙ্কা হারলেই সুপার-১২ এর পথ উন্মুক্ত হয়ে যাবে নামিবিয়ার জন্য। 

নামিবিয়ার বিপক্ষে ভরাডুবির ঠিক পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়ে নেট রানরেটেও বেশ এগিয়েছে লঙ্কানরা।

তারপরও নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে তাদের। তবে ডাচদের বিপক্ষে ২০ রানের ব্যবধানে হারলে, অপর ম্যাচে নামিবিয়া যদি ৪৭ বার তার বেশি রান হেরে যায় তাহলে লঙ্কানরা এক ম্যাচ জিতেও চলে যাবে সুপার টুয়েলভে। 

টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে সংযুক্ত আরব আমিরাত। তবে খাতা কলমে তাদেরও কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে তাদের নামিবিয়াকে বড় ব্যবধানে তো হারাতেই হবে।

একই সাথে নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কার পরাজয় কামনা করতে হবে। তাই নেট রান রেটের হিসেবে, ডাচদের বিপক্ষে লঙ্কানরা হেরে গেলে নামিবিয়াকে ৮০ রানের ব্যবধানে হারালেই সুপার-১২ তে চলে যাবে সংযুক্ত আরব আমিরাত। 

এ তো গেল ম্যাচ জয় পরাজয়ের হিসেবে গ্রুপ এ থেকে শীর্ষ দুই দলের সুপার-১২ তে যাওয়ার সমীকরণ। তবে বৃষ্টির কারণে যদি একটি ম্যাচ অথবা উভয় ম্যাচই পন্ড হয়ে যায় তবে তখনকার চিত্র কেমন হবে? শুধু শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়ে গেলে ঝুঁকিতে পড়ে যাবে শ্রীলঙ্কা।

নেদারল্যান্ডস সে ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়ায় তারা সরাসরি সুপার-১২ তে চলে যাবে। তবে অপর ম্যাচে নামিবিয়া না হারলে বাদ পড়ে যাবে লঙ্কানরা। সেক্ষেত্রে নামিবিয়া উঠে যাবে চূড়ান্ত পর্বে।

একইভাবে আরব আমিরাত-নামিবিয়া ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হলে গ্রুপের অপর ম্যাচে শ্রীলঙ্কার হার কামনা করতে হবে নামিবিয়াকে। তবেই তারা কোয়ালিফাই করতে পারবে। আর উভয় ম্যাচই বৃষ্টিতে পরিত্যাক্ত হয়ে গেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই সুপার-১২ তে উঠে যাবে নেদারল্যান্ডস আর নামিবিয়া।

বাদ পড়ে যাবে শ্রীলঙ্কা আর সংযুক্ত আরব আমিরাত। তাই এ দুই দলের জন্যই বৃহস্পতিবারের বৃষ্টি এক রকম অভিশাপ হয়েই আসতে পারে। তবে প্রকৃতির কাছে লঙ্কানদের অসহায়ত্ব নাকি শেষ মুহূর্তে এসে রোমাঞ্চকর লড়াই, দৃশ্যপটে কোন চিত্র যে ভেসে উঠবে তা জানতে হলে চোখ রাখতে হবে বৃহস্পতিবারের ম্যাচের দিকে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link