চলছে ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার মাঝে বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটে চলমান জাতীয় ক্রিকেট লিগ, সামনে এ দলের ভারত সফরও চূড়ান্ত। এবার ডিসেম্বরে ভারত জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করলো বিসিবি। এর মধ্য দিয়ে সাত বছর পর আবারও বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল।
বিসিবির প্রকাশিত সূচি তালিকায় দেখা যায় ৩০ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে এক ডিসেম্বর ঢাকায় পা রাখবে রোহিত শর্মার দল। এরপর চার ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ডিসেম্বরের ৭ তারিখ মিরপুরে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ। মিরপুরেই ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে শেষ হবে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে দুই টেস্টের প্রথম ম্যাচ খেলতে যাবে দুই দল।
১৪ ডিসেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত সাগরিকায় চলবে প্রথম টেস্ট ম্যাচ। এরপর ঢাকায় ফিরে এসে ২২ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামবে ভারত ও বাংলাদেশ। ২৬ তারিখ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ২৭ ডিসেম্বর বাংলাদেশ থেকে বিদায় নিবে ভারতীয় দল।
সর্বশেষ ২০১৫ বিশ্বকাপের পর ভারত জাতীয় দল বাংলাদেশ সফরে আসে। ওই সিরিজে একমাত্র টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে ড্র হলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতিয়ে নেয় বাংলাদেশ দল। এরপর ২০১৭ ও ২০১৯ সালে বাংলাদেশ দুইবার ভারত সফরে গেলেও বাংলাদেশে আর আসা হয়নি ভারতীয় জাতীয় দলের।
পূর্ণাঙ্গ সূচি
- ১ ডিসেম্বর, ২০২২: ভারতীয় দলের বাংলাদেশে আগমন
- ৪ ডিসেম্বর ২০২২: প্রথম ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
- ৭ ডিসেম্বর ২০২২: দ্বিতীয় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
- ১০ ডিসেম্বর ২০২২: তৃতীয় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
- ১৪-১৮ ডিসেম্বর, ২০২২: প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
- ২২-২৬ ডিসেম্বর, ২০২২: দ্বিতীয় টেস্ট, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
- ২৭ ডিসেম্বর ২০২২: ভারতীয় জাতীয় দলের বাংলাদেশ ত্যাগ