রান আউটই গড়ে দিয়েছে ব্যবধান

১৫ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় পেল বাংলাদেশ। গতকাল অস্ট্রেলিয়ার হোবার্টে নেদারল্যান্ডসকে নয় রানে হারিয়ে জয় নিয়েই নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করে সাকিব আল হাসান-তাসকিন আহমেদরা। ম্যাচে ব্যাটাররা ব্যাট হাতে ততটা ভালো না করলেও বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা।

শুরুর দুই বলে দুই উইকেট নিয়ে শুরু করা বাংলাদেশের বোলাররা শেষ বলে ভ্যান ম্যাকেরেনের উইকেট তুলে নিয়ে অলআউট করেন নেদারল্যান্ডসকে। তবে পুরো ম্যাচ জুড়েই দারুন বোলিং করে গেলেও সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলের মতে তাসকিন আহমেদ-হাসান মাহমুদের দারুন বোলিং নয় দুই রান আউটই নেদারল্যান্ডসের ম্যাচ হেরে যাওয়ার মূল কারণ।

২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো আয়োজিত টি-টোয়েন্টি টাইম আউট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারতীয় স্পিনার। অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে অনিল কুম্বলে উত্তরে বলেন, ‘আমি মনে করি নেদারল্যান্ডস তাদের জয়ের সুযোগ হাতছাড়া করেছে। দেখুন ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেটের পরে একই ওভারে দুইটি রান আউট তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’

এ সময় দুই রানআউট যদি না হতো তাহলে নেদারল্যান্ডস সহজেই ১৪৫ রানের লক্ষ্য পেরিয়ে যেতে পারতো উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি ১৪৫ রান নেদারল্যান্ডসের জন্য সহজ লক্ষ্যই ছিলো। তবে ওই দুই রানআউটেই তাদের জন্য ম্যাচ কঠিন করে দিয়েছে। বিশেষ করে তাদের দলের সেরা ব্যাটার রানআউটেরই শিকার। বলা যায় বাংলাদেশকে ম্যাচটা অনেকটা উপহার হিসেবে দিয়েছে নেদারল্যান্ডস।’

বাংলাদেশ ম্যাচে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে দারুণ শুরু পেলেও পরের ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচে খেই হারিয়ে ফেলে। এ নিয়েও কথা বলেন অনিল কুম্বলে। বলেন, ‘বিশ্বকাপে যদি বড় দলের বিপক্ষে ম্যাচে জিততে চান তবে আপনাকে ব্যাট হাতে ভালো করতে হবে। আজকে বাংলাদেশ এর কয়েকজন ব্যাটার ২৫/৩০ করেই আউট হয়ে গিয়েছে তবে বড় দলের বিপক্ষে ম্যাচ জিততে এই রানগুলোকে ৫০/৬০ রূপান্তর করতে হবে। তাহলে আপনার বোলাররাও ম্যাচে দারুণ ফল এনে দিতে পারবে।’

সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে ধুঁকতে থাকা বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসকে হারিয়ে দারুন শুরু করেছে। ব্যাট হাতে দারুন শুরুর পর খেই হারিয়ে ফেলা টাইগাররা ম্যাচ জুড়েই করেছে দূর্দান্ত বোলিং।

অনিল কুম্বলের চোখে নেদারল্যান্ডদের রান আউটের উপহার দুইটিও এসেছে আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্তর দারুন ফিল্ডিংয়ে। তাই তো টাইগার সমর্থকদের চাওয়া ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়ে সাথে আগ্রাসী বোলিং, ফিল্ডিংয়ে নতুন ইতিহাস রচনা করুক সাকিব আল হাসানের বাংলাদেশ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link